‘আনফিট’ ক্রিকেটারদের কোচের হুঁশিয়ারি
কোনো প্রতিযোগিতায় জিততে হলে টুর্নামেন্টের শেষ ম্যাচ পর্যন্ত ক্রিকেটারদের ফিটনেস উঁচুতে থাকা উচিত।
কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে ক্রিকেটারদের ফিটনেস দেখে রীতিমতো হতাশ প্রাইম ব্যাংক ক্রিকেট দলের প্রধান কোচ সালাউদ্দিন।
দেশের জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা লিগে গ্রুপপর্বে ১০ ম্যাচে ৬ জয় নিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক।
সুপার লিগ পর্ব শুরুর আগে সংবাদমাধ্যমকে সালাউদ্দিন বলেন, আমার মনে হয় আমার দলের বেশির ভাগ ক্রিকেটারই আনফিট। এনার্জি তিন-চার ম্যাচের জন্যই ছিল। এরপর আর ছিল না। মৌসুম শুরুর আগে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করতে হবে। মৌসুম শুরুর পর ফিটনেস নিয়ে কাজ করা কঠিন।
ঢাকা লিগ শুরুর আগে তামিম ইকবাল, মুমিনুল হক সৌরভ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে দল সাজালেও জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরের কারণে তারকা ক্রিকেটারদের লিগের গ্রুপপর্বের ম্যাচগুলোতে পাননি কো...
