শাবির সংকট সমাধানে সিলেটে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের দাবি আচার্যের কাছে তুলে ধরা হবে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) সৃষ্ট সংকট সমাধানে শুক্রবার দফায় দফায় বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুধু আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে প্রায় ৩ ঘণ্টা বৈঠক করেন তিনি।
বিকালে সার্কিট হাউজে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন। কেন পদত্যাগ দাবি করেছেন-সেই কারণ তারা তুলে ধরেছেন।
আমরা এসব বিষয় আচার্যের কাছে তুলে ধরব। অপসারণ ও নতুন উপাচার্য নিয়োগের বিষয়টি তিনি দেখবেন। সিলেট সার্কিট হাউজে বৈঠকের পর সন্ধ্যায় মন্ত্রী শাবি ক্যাম্পাসে যান।
সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে তিনি ক্যাম্পাস খোলা রেখে শিক্ষার পরিবেশ বজায় রাখতে সহযোগিতা কামনা করেন। এরপর তিনি উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন।
মন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে অবরুদ্ধ থাকা উপাচার্য প্রায় ২৬ দিন পর বাসভবনের বাইরে ...
