‘আড্ডা উইথ সাইমুর’ লাইভ শোতে আজকের অতিথি- চমকতারা
বিনোদন ডেস্ক, স্বদেশ নিউজ২৪, সম্পাদনায়-আরজে সাইমুর: গত বছর থেকেই বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সরকার বিভিন্ন অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান একাধিক বার প্রজ্ঞাপন জারির মাধ্যেমে ছুটি ঘোষণা করে আসছে। একইসাথে সকল গণপরিবহন ও সরকারী অফিস বন্ধ ঘোষণা করে আসছে। মধ্যবিত্ত মানুষেরা কোন রকমে এ দুযোর্গ মোকাবেলা করতে পারলেও বিপদে পরেছেন নিম্ন আয়ের মানুষেরা। করোনার প্রভাব পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। ইতোমধ্যে বন্ধ করা হয়েছিল সব ধরণের শুটিং। পাশাপাশি তারকারাও করোনা নিয়ে নানান ধরনের সচেতনা মূলক পোষ্ট দিচ্ছেন তাদের ফেসবুকে। পরামর্শ দিচ্ছেন বাসায় থাকতে ও নিয়ম মেনে চলতে। অনেক শোবিজ তারকারাই নিজেদের জায়গা থেকে সাধারণ জনগণকে সচেতন করছেন। আর এই ছুটিতে অলস সময় বিভিন্নভাবে পার করছেন, কেউ নিম্ন আয়ের মানুষদের পাশে খাদ্য সহায়তা দিচ্ছে, কেউ লাইভ আড্ডা দিচ্ছে, প্রশাসন পুলিশর্যাব, সেনাবাহিনীরা দিন...
