Tuesday, December 16

‘আড্ডা উইথ সাইমুর’ লাইভ শোতে আজকের অতিথি- চমকতারা

বিনোদন ডেস্ক, স্বদেশ নিউজ২৪, সম্পাদনায়-আরজে সাইমুর: গত বছর থেকেই বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সরকার বিভিন্ন অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান একাধিক বার প্রজ্ঞাপন জারির মাধ্যেমে ছুটি ঘোষণা করে আসছে। একইসাথে সকল গণপরিবহন ও সরকারী অফিস বন্ধ ঘোষণা করে আসছে। মধ্যবিত্ত মানুষেরা কোন রকমে এ দুযোর্গ মোকাবেলা করতে পারলেও বিপদে পরেছেন নিম্ন আয়ের মানুষেরা। করোনার প্রভাব পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। ইতোমধ্যে বন্ধ করা হয়েছিল সব ধরণের শুটিং। পাশাপাশি তারকারাও করোনা নিয়ে নানান ধরনের সচেতনা মূলক পোষ্ট দিচ্ছেন তাদের ফেসবুকে। পরামর্শ দিচ্ছেন বাসায় থাকতে ও নিয়ম মেনে চলতে। অনেক শোবিজ তারকারাই নিজেদের জায়গা থেকে সাধারণ জনগণকে সচেতন করছেন। আর এই ছুটিতে অলস সময় বিভিন্নভাবে পার করছেন, কেউ নিম্ন আয়ের মানুষদের পাশে খাদ্য সহায়তা দিচ্ছে, কেউ লাইভ আড্ডা দিচ্ছে, প্রশাসন পুলিশর‍্যাব, সেনাবাহিনীরা দিনরাত দায়িত্ব পালন করছেন!

আর ওই সময়ে কোয়ারেন্টাইনে থাকা মানুষগুলোর জন্য রেডিও স্বদেশ এক ভিন্ন আমেজের আনন্দ-বিনোদনের আয়োজন করেছে। ঘরে থাকা মডেল ও তারকারা সচেতনমূলক আড্ডা দিতে পারেন সেই আয়োজন। বিভিন্ন সেক্টরের অতিথিবৃন্দ ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অনলাইন রেডিও স্টেশন রেডিও স্বদেশ ডট নেটের হোম কোয়ারেন্টাইনে অনলাইন লাইভ শো’তে। পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন আরজে সাইমুর রহমান। রেডিও স্বদেশের এই অনুষ্ঠানে জনপ্রিয় তারকারা ও নতুন নতুন তারকারা বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতা ও গঠনমূলক এবং তাদের মিডিয়া ক্যারিয়ার বিষয় নিয়ে আড্ডা দেন। আরজে সাইমুর এর উপস্থাপনায় বিভিন্ন সময় মিডিয়ার বিভিন্ন সেক্টরের উঠতি ও নতুন তারকারা এসে তাদের সাক্ষাৎকার প্রদান করেছেন। দীর্ঘ সময় পরে এখন রেডিও স্বদেশের স্টুডিও থেকে সরাসরি লাইভ ‘আড্ডা উইথ সাইমুর’ অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে। আজকের লাইভ আড্ডায় উপস্থিত থাকবেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী চমকতারা। আরজে সাইমুর রহমানের পরিকল্পনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি আজ রাত ৯.৩০ মিনিটে রেডিও স্বদেশ ডট নেটের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। সম্প্রতি ঈদ উপলক্ষ্যে জনপ্রিয় মডেল-অভিনেত্রী চমকতারার একটি মিউজিক ভিডিও তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। যা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আজ লাইভ আড্ডায় তারই এই নতুন মিউজিক ভিডিও এবং তার মিডিয়া ক্যারিয়ার নিয়ে আলোচনা ও আড্ডা দেওয়া হবে। সবাইকে আজকের এই লাইভ শো তে জয়েন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। রেডিও স্বদেশ অফিসিয়াল পেজ লিংক- www.facebook.com/radioswadeshofficial

Leave a Reply