
চাকরির জন্য ঘুরছেন মৃত রেলকর্মীর পোষ্যরা
কর্মরত অবস্থায় রেলওয়ের কোনো সরকারি কর্মীর মৃত্যু হলে তার পরিবারের সদস্য চাকরি পাবেন। বিভিন্ন সময় পোষ্য কোটায় সদস্যদের কেউ কেউ চাকরি পেয়েও আসছেন। আবার কেউ কেউ বছরের পর বছর ঘুরে চাকরি পাচ্ছেন না। এমন প্রায় দুই শতাধিক সন্তান (পোষ্য) রেলপথমন্ত্রী, সচিব, রেলের মহাপরিচালকের কাছে ধরনা দিচ্ছেন। এদের প্রতি ন্যূনতম সহযোগিতা করা হচ্ছে না। বরং বিভিন্ন সময় রেলভবনে প্রবেশসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখাও করতে পারছেন না।
কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া রেলওয়ে পোষ্যদের পক্ষে মো. নূর হাসান সম্প্রতি দুটি স্মারকলিপি দিয়েছেন রেলপথমন্ত্রী বরাবর। বিধি অনুযায়ী এদের সরাসরি নিয়োগযোগ্য ৩য় এবং ৪র্থ শ্রেণির শূন্য পদে চাকরি দিতে অনুরোধ করেছেন। যোগাযোগ মন্ত্রণালয়ের এক পরিপত্র অনুযায়ী-‘কর্তব্যরত কোনো রেল কর্মচারী মারা গেলে মৃত কর্মচারীর পোষ্যর চাকরি দেওয়া হবে।’ তিনি আরও বলেন, আমাদের অধিকার আদায়ে কঠোর আন্দোলনে যা...