Tuesday, December 16

Tag: চোখে আঘাত পেলে কী করবেন

চোখে আঘাত পেলে কী করবেন

চোখে আঘাত পেলে কী করবেন

স্বাস্থ্য
  কোনো কোনো চোখের সমস্যা যেমন চোখের আঘাত—নিশ্চিতভাবে জরুরি অবস্থা। অন্যান্য চোখের সমস্যাকে কম জরুরি বলে মনে হতে পারে, যেমন অসুস্থতা বা সংক্রমণের চিহ্ন, কিন্তু যদি সেখানে বিপদচিহ্ন দেখা যায়, তবে এগুলোও খুব দ্রুত অন্ধত্বের সৃষ্টি করতে পারে। চোখে আঘাত যেকোনো ধারালো জিনিস বা কাঁটা, ডালপালা বা কারখানা অথবা অন্যান্য কাজে ব্যবহার করতে হয় এমন ধাতব বস্তু, যেগুলোর চোখে আঁচড় লাগতে পারে, সেগুলো চোখে মারাত্মকভাবে ক্ষত সৃষ্টি করতে পারে। অক্ষিগোলকের মধ্যে কোনো ক্ষত তৈরি হলে তা বিশেষভাবে মারাত্মক। যদি কারো ঘুষি, পাথর বা অন্যান্য কঠিন বস্তু দ্বারা জোরে আঘাত লাগে, তবে চোখে খুবই ব্যথা হতে পারে এবং তা খুবই সমস্যা করতে পারে।   বিপদচিহ্নগুলো ♦ একটি বা উভয় চোখেই হঠাৎ দৃষ্টিহানি হওয়া ♦ কোনো আঘাতে অক্ষিগোলক কেটে যাওয়া বা চোখের পাতা কেটে যাওয়া ♦ কোনো আঘাতে চোখের রঙিন অংশটিতে...