‘টেস্ট সিরিজও জিততে চাই’
দক্ষিণ আফ্রিকায় ২০ বছর পর প্রথম জয়ের পাশাপাশি ওয়ানডে সিরিজ জয়ে উজ্জীবিত বাংলাদেশ দল। বৃহস্পতিবার থেকে ডারবানে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজেও জয়ে প্রত্যয়ী বাংলাদেশ দল।
রোববার ডারবানে অনুশীলন শেষে জাতীয় দলে তারকা পেসার এবাদত হোসেন বলেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জেতা খুবই কঠিন ছিল। আমাদের পেসাররা খুব ভালো বোলিং করেছে, তামিম ভাই, মুশফিক ভাই, সাকিব ভাই, লিটন খুব ভালো ব্যাটিং করেছে। ওয়ানডেতে সিরিজ জেতার পর সবাই আরও উজ্জীবিত। সবার মধ্যে আত্মবিশ্বাস জেগেছে, এই আত্মবিশ্বাস নিয়ে আমরা টেস্ট ম্যাচ শুরু করতে চাই। ইনশাল্লাহ আমরা এই টেস্টে ভালো কিছু করব।
ডারবানের চ্যাটসওয়ার্থ ক্রিকেট ওভালে থেকে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় গতিময় পেসার এবাদত বলেন, প্রস্তুতি ম্যাচের জায়গায় আজ আমরা ম্যাচ পরিস্থিতি তৈরি করে অনুশীলন করেছি। উইকেট খুব ভালো। আশা করছি, ম্যাচেও...

