প্রতি মাসে ইয়াবার কয়েকটি চালান ঢাকায় আনতেন মনির: র্যাব
রাজধানীর হাজারীবাগের মধুবাজার এলাকা থেকে বৃহস্পতিবার আব্দুল্লাহ মনির ওরফে পিচ্চি মনির ও জুবায়ের হোসেন নামের দুজনকে আটক করেছে র্যাব
কক্সবাজারের ইয়াবা কারবারিদের চক্রের সঙ্গে যুক্ত ছিলেন আব্দুল্লাহ মনির ওরফে পিচ্চি মনির (৩৩)। সেখান থেকে তিনি ঢাকায় ইয়াবা আনতেন। এর পর তা সরবরাহ করা হতো রাজধানীর বিভিন্ন এলাকার খুচরা ব্যবসায়ীদের কাছে। এভাবেই ঢাকায় মাদকের একটি চক্র গড়ে তুলেছিলেন তিনি। অবস্থা এমন দাঁড়ায়, প্রতি মাসে কক্সবাজার থেকে ইয়াবার কয়েকটি চালান ঢাকায় আনতেন মনির।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কিন্তু শেষ রক্ষা হয়নি। র্যাবের হাতে আটক হয়েছেন মনির। গত বৃস্পতিবার ঢাকার হাজারীবাগের মধুবাজার এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মাদক বিক্রির অভিযোগে পিচ্চি মনিরসহ জুবায়ের হোসেন (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করে র্যাব। এ সময় তাঁদের কাছ থেকে ১৮ হাজার ৭০০ পিস ইয়াবা, ছয় গ্রাম আইস, দুটি বিদেশি পিস্তল, ১২ রাউন্...
