Tuesday, December 16

Tag: বাংলাদেশে মডার্ণ হারবালের বাগানে উৎপাদন হচ্ছে ‘জাভা জিনসেং’

বাংলাদেশে মডার্ণ হারবালের বাগানে উৎপাদন হচ্ছে ‘জাভা জিনসেং’

বাংলাদেশে মডার্ণ হারবালের বাগানে উৎপাদন হচ্ছে ‘জাভা জিনসেং’

এক্সক্লুসিভ, বাংলাদেশ, লাইফস্টাইল, স্বাস্থ্য
চীন থেকে আমদানি করা বীজ বপন করে বাংলাদেশে মডার্ণ হারবাল গ্রুপ গত ৩৫ বছর যাবত মাওনা, সাভার, ডেমরা ও শরীয়তপুরসহ ৫টি নিজস্ব প্রজেষ্টে অলৌকিক গুণসম্পন জাভা জিনসেং চাষ করে আসছে। ঐতিহ্যগত বিশেষ পদ্ধতি ও হাইড্রোপনিক সিস্টেমে জিনসেং চাষ করা যায়। বাংলাদেশে একমাত্র মডার্ণ হারবাল গ্রুপ জাভা জিনসেং চাষ ও উৎপাদন করে যা বিশে^ও অন্যান্য দেশে উৎপাদিত জিনসেং এর মতই কার্যকরী গুণসম্পন্ন। আজ থেকে প্রায় ৩৮ বছর আগে জিনসেং নিয়ে প্রথম গবেষণা গুরু করেন বিশিষ্ট হারবাল গবেষক ও চিকিৎসক ডা. আলমগীর মতি। শুধু তাই নয়, তিনি নিরলস গবেষণা ও প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে পরিচিতি ও বাজারজাতকরণ প্রক্রিয়া শুরু করেন। মানুষ যৌবনের পূজারী । সবাই সুস্থ, সবল ও দীর্ঘায়ু যৌবন নিয়ে বেঁচে থাকতে চায়। ডা. আলমগীর মতি গবেষণায় দেখেছেন মানব আকৃতির মূল জাভা জিনসেং আয়ু বৃদ্ধি, যৌবনশক্তি বৃদ্ধি, চির তারুণ্য ও সুস্থ সবল জীবন উপহার দেয়, তাই তো ...