Tuesday, December 16

Tag: বাচ্চার থাইরয়েড সমস্যায় করণীয়

বাচ্চার থাইরয়েড সমস্যায় করণীয়

বাচ্চার থাইরয়েড সমস্যায় করণীয়

স্বাস্থ্য
বাচ্চাদের জন্মগত থাইরয়েড রোগ এমন একটি অবস্থা, যেখানে থাইরয়েড গ্রন্থি জন্মগতভাবেই থাকে না বা পুরোপুরি বিকশিত হতে পারে না। এ জন্য থাইরয়েড হরমোন তৈরি হতে পারে না। থাইরয়েড গ্রন্থি কী? থাইরয়েড গ্রন্থি আমাদের গলার নিচের অংশে অবস্থিত প্রজাপতি আকারের একটি গ্রন্থি, যা থাইরয়েড হরমোন তৈরি করে। থাইরয়েড হরমোন বাচ্চাদের মানসিক বিকাশ, বুদ্ধি, উচ্চতা, মেধা—এগুলো নিয়ন্ত্রণ করে থাকে।   বাচ্চাদের থাইরয়েড হরমোন ঘাটতির লক্ষণ ♦ কোনো লক্ষণ না-ও থাকতে পারে, পরীক্ষা করলে ধরা পড়তে পারে ♦ বেশি ঘুমাচ্ছে, কম খাচ্ছে—এমন লক্ষণ থাকতে পারে ♦ অনেক দিন ধরে জন্ডিস থাকতে পারে ♦ পায়খানা কষা ♦ মাংসপেশিগুলো দুর্বল বা থলথলে ♦ গ্রোথ বা বৃদ্ধি কম হওয়া আশার কথা, চিকিৎসা শুরু করলে তাদের লক্ষণগুলো কমে যায় এবং স্বাভাবিক বাচ্চাদের মতোই বেড়ে ওঠে।   চিকিৎসা যদি রোগটি শনাক্ত হয়, তাহলে...