বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষক জেলে!
কর্মকর্তাদের টেবিলে বসে গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নকরণ, অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণাদিসহ ও মামলা দায়েরের ভুয়া অভিযান পরিচালনা করার তথ্য পাওয়া গেছে ময়মনসিংহের গৌরীপুরে।
সেই ভুয়া অভিযানের দু’কর্মকর্তা কৃষক এ.বি.এম ঈশারুল্লাহর নামে ডাবল মামলা করেছেন। এক মামলায় জামিনে এসে আবারও বিদ্যুৎ বিভাগের ভুলে আরেক মামলায় জেল খাটছেন এ কৃষক। টিউমারের অসহ্য যন্ত্রণা নিয়ে ছটপট করলেও অর্থাভাবে করতে পারেনি অপারেশন। তিনি উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মরহুম মাওলানা আবুল বাশারের পুত্র।
তার স্ত্রী জাহানারা খাতুন জানান, গত ২৫ ফেব্রুয়ারি করোনা প্রতিরোধের টিকা দেওয়ার জন্য গৌরীপুরে যাওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। ঈশ্বরগঞ্জ আবাসিক প্রকৌশল দপ্তরের অধিনে বিদ্যুৎ হিসাব নং ৫৫৫৬/বি, গ্রাহক নং ৭৬১০৬৮৯০, বই নং কে ৫৬, ওয়াক অর্ডার ২০৮৫নং সেচ গ্রাহক ছিলো আমার স্বাম...
