যে কারণে শপথ নিয়ে বের হয়েই গ্রেফতার চেয়ারম্যান লিটন মিয়া
কিশোরগঞ্জে শপথ নিতে গিয়ে ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. লিটন মিয়া ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টায় কিশোরগঞ্জ জেলা সম্মেলন কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভৈরবে গত বছরের ২৬ ডিসেম্বর ৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন কালিকাপ্রসাদ ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. লিটন মিয়া বিজয়ী হন। নির্বাচনের দিন কালিকাপ্রসাদ ইউপির একটি কেন্দ্রে পুলিশের ওপর হামলা ও গুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নবনির্বাচিত চেয়ারম্যান লিটন মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছিল ৫০ জনকে। মামলার পর থেকে লিটন মিয়া পলাতক ছিলেন বলে ডিবি পুলিশ জানায়। নতুন চেয়ারম্যান হিসেবে মঙ্গলবার তার শপথের দিন ছিল।
লিটন মিয়া মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অন্য চেয়ারম্যানদের সঙ্গে শপথ গ্রহণ...
