শাকিবের মুখে সুখবর
সুখবর দিলেন ঢালিউড কিং শাকিব খান। বললেন, আর দেরি নয়, শুভ কাজটা তাড়াতাড়িই সেরে ফেলতে চাই।
প্রশ্ন ছিল, বিয়ে কবে করছেন? মুচকি হাসলেন শাকিব। যা করার, আগামী দিনে সুন্দরভাবে গুছিয়ে করবেন বলেও জানালেন তিনি। শাকিব এমন এক সময় এ কথা বললেন, যখন বুবলী-শাকিবকে নিয়ে সর্বত্র বইছে নানা গুঞ্জন। নানা আলোচনা। নানা সমালোচনা। গতকাল মানবজমিন-এর সঙ্গে সাক্ষাৎকারে মিডিয়ার প্রতি ক্ষোভও ছিল তার। তিনি একতরফা সংবাদ পরিবেশন না করারও অনুরোধ জানান।
বলেন, আমি কারো সঙ্গে যোগাযোগ করতে চাই না। অনেক সময় মনে হয় যোগাযোগ করে কি হবে? বলি একটা, আর লিখে আরেকটা। আমার সঙ্গে যাকে জড়িয়ে কথা হচ্ছে সেই বুবলী নিজেই তো বলেছে যে, এমন কোনো ঘটনা ঘটেনি। আর বুবলী তো অশিক্ষিত কোনো মেয়ে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার পাশাপাশি একটি ভালো বেসরকারি টিভি চ্যানেলে নিউজ পড়তো। শাকিব বলেন, আমাকে নিয়ে অপপ্রচার করছে একটা চক্...
