শীতকালীন অ্যালার্জি অবহেলা নয়
অ্যালার্জি এক অসহনীয় ব্যাধি। এতে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এমনকি শ্বাসকষ্টও হতে পারে। কারও কারও ক্ষেত্রে অ্যালার্জি সামান্য অসুবিধা। কারও জীবন দুর্বিষহ করে তোলে। শীতকালে এর রোগের প্রকোপ বেশি বাড়ে।
অ্যালার্জি হওয়ার কারণ : প্রত্যেক মানুষের শরীরে প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম থাকে। কোনো কারণে এ ইমিউন সিস্টেমে সমস্যা দেখা দিলে তখনই অ্যালার্জি বহিঃপ্রকাশ ঘটে। আমাদের শরীর সব সময় ক্ষতিকর বস্তু (পরজীবী, ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া) প্রতিরোধের চেষ্টা করে। রোগ প্রতিরোধের এ প্রচেষ্টার নামই ইমিউন। কখনো কখনো আমাদের শরীর সাধারণত ক্ষতিকর নয়- এমন বস্তুর প্রতি অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখিয়ে থাকে। ্এর নামই অ্যালার্জি। এটি দুধরনের হয়ে থাকে।
অ্যালার্জিজনিত সর্দি বা অ্যালার্জিক রাইনাইটিস। এর উপসর্গ হচ্ছে অনবরত হাঁচি, নাক চুলকানো,নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া, কারও কারও চোখ দিয়েও পানি ...
