Saturday, December 21

Tag: সেঞ্চুরির পর কেন আংটিতে চুমু খেয়েছিলেন কোহলি?

সেঞ্চুরির পর কেন আংটিতে চুমু খেয়েছিলেন কোহলি?

সেঞ্চুরির পর কেন আংটিতে চুমু খেয়েছিলেন কোহলি?

খেলা
বিরাট কোহলি ১০২০ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন। সেঞ্চুরি পূর্ণ করার পর ভারতীয় ব্যাটার দর্শকদের মাথা নিচু করে একবার অভিবাদনও দিয়েছেন। এর পর চুমু খেয়েছেন গলার চেইনে থাকা বিয়ের আংটিতে। আংটিতে চুমু খাওয়ার একটি বিশেষ কারণ ছিল তার। টি-টোয়েন্টি সংস্করণে এটি তার প্রথম সেঞ্চুরি। ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেছেন ক্যারিয়ারের ৭১তম সেঞ্চুরি। সেঞ্চুরি করার সময় মুখে ছিল তার তৃপ্তির হাসি। সেঞ্চুরি করার পর গলার চেইনে থাকা বিয়ের আংটিতে চুমু খেয়েছেন তিনি। নিজেদের ইনিংস শেষে চুমু খাওয়ার অভিব্যক্তি প্রকাশ করেছেন ভারতের সাবেক অধিনায়ক। তিনি বলেন, ‘গত আড়াই বছর আমাকে অনেক কিছু শিখিয়েছে। এক মাসের মধ্যে ৩৪ বছর পূর্ণ হবে আমার। বুনো যে উদযাপন (সেঞ্চুরির পর), সেগুলো এখন অতীত। এলে আমি অবাকই হয়েছি। এই সংস্করণে সেঞ্চুরি পাব, কল্পনায়ও আসেনি। সেঞ্চুরির পর লকেটে চুমু খেয়েছি। কারণ সবাই ...