করোনা ভাইরাসে দেশে প্রথম ১ জনের মৃত্যু : আইইডিসিআর
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েপ্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে। নতুর করে চারজন আক্রান্ত হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা ১৪ তে দাঁড়ালো।আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা।মীরজাদী সেব্রিনা জানান, ওই মৃত যুক্তরাষ্ট্রফেরত আত্মীয়ের মধ্যে আক্রান্ত হয়েছিলেন। তার বয়স ৭০ বছর। এছাড়া বার্ধক্যের কারণে আগে থেকে নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) তিনি মৃত্যুবরণ করেন।তিনি জানান, নতুন করে আক্রান্তের মধ্যে একজন নারী ও ৩ জন পুরুষ। আক্রান্তদের একজন আগে যারা আক্রান্ত ছিলেন তাদের পরিবারে সদস্য। বাকি তিন জন বিদেশ থেকে এসেছেন। এদের ২ জন ইতালি, একজন কুয়েত থেকে এসেছে। এখন পর্যন্ত ১৬ জন আইসোলেশনে আছেন। আর ৪২ জন প্রা...
