ডিসির গাড়িচালককে মারধর, দুই পুলিশ কনস্টেবল ক্লোজড
গাজীপুরের জেলা প্রশাসকের গাড়িচালক হিরা মিয়াকে ট্রাফিক পুলিশের মারধরের ঘটনায় রাজবাড়ী সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন জেলা প্রশাসনের কার্যালয়ের পরিবহণ পুলের চালক ও কর্মচারীরা।
রোববার দুপুর ১২টার দিকে শহরের রাণী বিলাসমনি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ট্রাফিক পুলিশ কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে। তারা হলেন কনস্টেবল ইউসুফ আলী ও নুর মোহাম্মদ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা প্রশাসনের স্টিকারযুক্ত গাড়িযোগে তার দুই শিশু মেয়েকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরছিলেন চালক মো. হিরা মিয়া। বেলা ১২টার দিকে তার গাড়িটি শহরের রাণী বিলাসমনি বালক উচ্চ বিদ্যালয় মোড়ে এসে পৌঁছলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ওই গাড়িটি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে বলেন।
চালক হিরা মিয়া ট্রাফিক পুলিশকে জানান, গাড়িতে জেলা প্রশাসকের দুই মেয়ে রয়েছেন। এ নিয়ে কথাকাটাকাটির জেরে ট্রাফিকের এক পুলিশ সদস্য ডিসির গ...
