Friday, December 12

নতুন বিজ্ঞাপনে রোমানা স্বর্ণা

বিনোদন প্রতিবেদক

আবারো বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন মডেল-অভিনেত্রী রোমানা স্বর্ণা। অভিনেতা, নির্মাতা সালাহউদ্দিন লাভলু পরিচালিত তুমুল জনপ্রিয় কমেডি নাটক ‘হাড়কিপটে’ যারা দেখেছেন, তাদের কাছে রোমানা স্বর্ণার মুখটি বেশ জনপ্রিয়। এতে রোমানা স্বর্ণাকে জনপ্রিয় অভিনেতা শামীম জামানের বিপরীতে দেখা গিয়েছিলো।

রোমানা স্বর্ণা নিয়মিত বিজ্ঞাপন, মেগা সিরিয়াল,পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায় নিজ অভিনয় দিয়ে সফলতাও অর্জন করছেন তিনি। চলতি বছরটাও তার শুরু হয়েছিল কেএনবি ফিডের একটি বিজ্ঞাপন দিয়ে।

এবার আরও একটি নতুন বিজ্ঞাপনের কাজ করলেন রোমানা স্বর্ণা। সম্প্রতি তিনি এক্সিলেন্ট তুলসি জুসের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। এটি পরিচালনা করেছেন নওয়াব নাসির। শুটিং ইতোমধ্যে শেষ। শিগগিরই বিজ্ঞাপনটি দেশের বেশ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হবে।

Leave a Reply