Saturday, October 18

স্মার্টফোন, টিভিতে আড়ি পাতার প্রযুক্তি আছে সিআইএ’র: উইকিলিকস

সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস চাঞ্চল্যকর নতুন তথ্য ফাঁস করেছে। তাদের দাবি, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র কাছে অত্যাধুনিক হ্যাকিং প্রযুক্তি আছে যা দিয়ে স্মার্টফোন ও স্মার্টটিভিতে আড়ি পাতা যায়। এসব হ্যাকিং অস্ত্রের মধ্যে এমন ম্যালওয়ার রয়েছে যা উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আইওস, ওএসএক্স ও লিনাক্স চালিত কম্পিউটার সহ ইন্টারনেট রাউটা রহ্যাক করতে সক্ষম। বৃটেনের এমআই৫ স্যামসাং টিভিতে সাইবার হামলা চালাতে সক্ষম স্পাইওয়্যার তৈরিতে সহায়তা করেছে বলে বলা হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়, উইকিলিকসের সাম্প্রতিক এ তথ্য ফাস নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন সিআইএর এক মুখপাত্র। তিনি বলেছেন, ‘কথিত গোয়েন্দা নথিপত্রের বিষয়বস্তু বা তা সত্যতা নিয়ে আমরা মন্তব্য করি না।’
বৃটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের কাছ থেকেও এ নিয়ে কোন মন্তব্য পাওয়া যায় নি।
উইকিলিকস জানিয়েছে, সিআইএ’র হ্যাকিং সক্ষমতা সংস্থাটির ওপর প্রদত্ত ক্ষমতার অতিক্রম করেছে কিনা তা নিয়ে বিতর্কের উদ্দেশ্যে তাদের সূত্র এসব বিস্তারিত শেয়ার করেছে।
অন্যান্য দাবির মধ্যে বলা হয়েছেÑ সিআইএ গাড়ির কম্পিউটার সিস্টেম হ্যাক করার উপায় খোজার চেষ্টা করেছে, জনপ্রিয় অ্যান্টি-ভাইরাসগুলোর বিরুদ্ধে হামলা চালানোর পদ্ধতি বের করেছে, নানা হ্যাকিং কৌশলের লাইব্রেরি তৈরি করেছে যেগুলো রাশিয়া ও অন্যান্য স্থান থেকে ‘চুরি করা’।
সিআইএর সাইবার কর্মকান্ড নিয়ে সিরিজ তথ্য ফাসের পরিকল্পনায় এটা প্রথম বলে উল্লেখ করেছে উইকিলিকস। তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্যসম্ভারের নাম দেয়া হয়েছে ভল্ট ৭।

Leave a Reply