বলিউড অভিনেত্রী বিপাশা বসুর বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছেন ব্রিটেনের এক ফ্যাশন শো-র আয়োজকরা। সম্প্রতি লন্ডনের এক ফ্যাশন শোয়ে শো স্টপার হওয়ার কথা ছিল বিপাশার। কিন্তু তিনি নির্দিষ্ট দিনক্ষণ অনুযায়ী সেখানে অংশ নেননি বলে অভিযোগ করেছেন আয়োজকরা। শো-র এক আয়োজক রনিতা শর্মা রেখি তার ফেসবুক পোস্টে দাবি করেন বিপাশাকে যে হোটেলে রাখার কথা ছিল সেখানে তার স্বামী করণ সিংহ গ্রোভারকেও রাখার দাবি করেছিলেন বিপাশা। তাছাড়া তার সেখানে তিন রাত থাকার কথা হলেও তিনি পাঁচ রাত থাকতে চেয়েছিলেন। আর বিপাশার দাবি ছিল, এর সব খরচ দেবে শো-র আয়োজকরা। কিন্তু শেষ মুহূর্তে এমন অপেশাদার আচরণ করায় বিপাকে পড়ে যান তারা। একপর্যায়ে সব ঠিকঠাক হলে বিপাশা কথা দিয়ে কথা রাখেননি। ফ্যাশন শোয়ে হাজির হননি। এরপরই বিপাশাকে অপেশাদার আখ্যা দেন শো-র সংগঠকরা। এদিকে ওই পোস্টের জবাবে বিপাশা এক টুইটে বলেন, গত ১৫ বছর ধরে তিনি এই পেশায় রয়েছেন, অপেশাদার হলে কখনোই টেকা যায় না।