Thursday, January 2

একদিনে সাকিবের তিন রেকর্ড

50166_sakibএকদিনে পৃথক তিন রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে তিন উইকেট নেন বাংলাদেশি এ স্পিনার। এতে ক্যারিয়ারের তিন ফরমেটের ক্রিকেটে ৪৫০ উইকেট পূর্ণ হয় সাকিব আল হাসানের। আগের দিনই ব্যাট হাতে ৯০০০ রানের ল্যান্ডমার্ক স্পর্শ করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ক্রিকেটের তিন ফরমেট মিলিয়ে ৯০০০ রান ও ৪৫০+ উইকেটের কৃতিত্ব দেখানো মাত্রই তৃতীয় ক্রিকেটার তিনি। তবে এতে সবচয়ে দ্রুততম সময়ে এমন মাইলফলক স্পর্শ করলেন সাকিব। ক্যারিয়ারে তিন ফরমেট মিলিয়ে ৯০০০ রান ও ৪৫০+ উইকেটের এমন রেকর্ড রয়েছে আর কেবল দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির।  ক্যারিয়ারে ৯০০০ রান ৪৫০ উইকেটের কৃতিত্ব রয়েছে ভারতীয় লিজেন্ড কপিল দেবেরও। ভারতীয় অলরাউন্ডার কপিল দেব এমন কৃতিত্ব দেখান ক্রিকেটের দুই ফরমেট টেস্ট ও ওয়ানডেতে। টি-টোয়েন্টি ক্রিকেটের প্রবর্তন হয় কপিল দেব অবসরে যাওয়ার পর। গতকাল ক্রাইস্টচার্চে নিজের পরপর দুই ওভারে ৪ রানের ব্যবধানে তিন উইকেট নেন সাকিব আল হাসান। এতে তিন ফরমেটের ক্রিকেটে সাকিবের শিকার দাঁড়ায়  ৪৫১-তে। তিন ফরমেট মিলিয়ে ৪৫০ উইকেটের ল্যান্ডমার্ক স্পর্শকারী প্রথম বাংলাদেশী বোলার তিনি।  সাকিবের রেকর্ড রয়েছে আরো। বিশ্বের মাত্র দ্বিতীয় বাঁ-হাতি স্পিনার হিসেবে তিন ফরমেটে ৪৫০ উইকেটের কৃতিত্ব দেখালেন সাকিব আল হাসান। এমন কীর্তি রয়েছে কেবল নিউজিল্যান্ডের বাঁ-হাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টরির। আগের দিন বাংলাদেশের প্রথম ইনিংসে ৫৯ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান। এতে তিন ফরমেটে সাকিবের পূর্ণ হয় ৯০০০ রান। এমন কৃতিত্ব দেখানো দ্বিতীয় বাংলাদেশী ব্যাটসম্যান তিনি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৯০০০ রানের কৃতিত্ব রয়েছে তামিম ইকবালেরও। গতকাল নিউজিল্যান্ডের ইনিংসের শুরুর ৬৬ ওভারে সাকিব বল করেন মাত্রই ৪ ওভার। তবে ইনিংসের ৬৭ ও ৬৯তম ওভারে তিন উইকেট তুলে নেন সাকিব। নিউজিল্যান্ডের মাটিতে সাকিব  ইনিংসে তিন উইকেট পেলেন প্রথমবার।
সাকিবের ক্যারিয়ারগ্রাফ
ফরমেট    ম্যাচ     রান     সর্বোচ্চ    উই     সেরা
টেস্ট     ৪৫     ৩১৪৬    ২১৭     ১৬১     ৭/৩৬
ওয়ানডে     ১৬৬     ৪৬৫০    ১৩৪*     ২২০     ৫/৪৭
টি-টোয়েন্টি     ৫৭     ১১৫৯     ৮৪     ৬৭     ৪/১৫

Leave a Reply