Tuesday, September 10

পান দোকানির একাউন্টে ৫ কোটি রুপি

50222_blackভারতের এক পান দোকানি ঘনশ্যাম। তার ব্যাংক একাউন্টে ৯ই নভেম্বর থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে জমা পড়েছে ৫ কোটি রুপি। এর বাইরে তার আরও আছে দুটি একাউন্ট। সব মিলে তার জমা অর্থের পরিমাণ ১২ কোটি রুপি বলে ধারণা করা হচ্ছে। ভারতের আইটি বিভাগের তদন্তে এমনটা বেরিয়ে এসেছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, উত্তর প্রদেশের গাজিয়াবাদ ডেভেলমমেন্ট অথরিটির অফিসে যেসব মানুষ নিয়মিত যাতায়াত করেন নাভিউগ মার্কেট এলাকায় ঘনশ্যামকে চেনার কথা। তিনি ওই অফিসের কাছে পান বিক্রি করেন। আয়কর বিভাগের কর্মকর্তারা তদন্তে তার একাউন্টে দেখতে পেয়েছে ৯ নভেম্বর থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে তার একাউন্টে এসব অর্থ জমা দেয়া হয়েছে। উল্লেখ্য, এ সময়টা ছিল কালো টাকা বিরুদ্ধে সরকারের বিশেষ ব্যবস্থার সময়। এখন ঘনশ্যামের একাউন্ডে কিভাবে অতো অর্থ জমা হলো! ঘনশ্যাম অবশ্য বলেছেন তিনি শুধু পানই বিক্রি করেন না। তিনি আয়কর বিভাগের কর্মকর্তাদের বলেছেন, একজন প্রপার্টি ডিলার রাহুল চৌধুরীকে তিনি তার একাউন্ট ব্যবহারের অনুমতি দিয়েছেন। বলা হয়েছে, তিনি ঘনশ্যামের একাউন্ডে মাসে ৮ হাজার রুপি জমা দিতে পারবেন। এ একাউন্টটি পরিচালনা করেন রাহুল চৌধুরী। তদন্তে এখন দেখা যাচ্ছে, শুধু রাহুল চৌধুরীই নন দিল্লি ও মিরাটের স্বর্ণ ব্যবসায়ীরাও ঘনশ্যামের একাউন্ট ব্যবহার করে থাকতে পারে। নেহরু নগরে জম্মু অ্যান্ড কাশ্মির ব্যাংকের শাখায় ঘনশ্যামের আছে আরও দুটি একাউন্ড। ধারণা করা হচ্ছে, সেখানেও সন্দেহজনক লেনদেন হয়েছে। এসব একাউন্ট মিলে তার অর্থের পরিমাণ দাঁড়াতে পারে ১২ কোটি রুপি। আইটির একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, আমাদের তদন্তে মনে হচ্ছে এই দুটি একাউন্টও ভুয়া। ভুয়া কাগজপত্র ব্যবহার করে এ একাউন্ট খোলা হয়ে থাকতে পারে। এতে জমা দেয়া হয়েছে বাতিল হয়ে যাওয়া ৫০০ ও ১০০০ রুপির নোট। আমাদের তদন্তে দেখা গেছে, এ দুটি একাউন্টও পরিচালনা করতেন রাহুল চৌধুরী। আইটি বিভাগ এখনও এ বিষয়ে মামলা করে নি। তাই ঘনশ্যাম বা রাহুল চৌধুরী কাউকেই গ্রেপ্তার করা হয় নি। আপাতত এখন গোয়েন্দারা তদন্ত করে দেখছেন কিভাবে ঘনশ্যামের একাউন্ডে এই টাকা লেনদেন হয়েছে। নিজের একাউন্ট রাহুল চৌধুরীকে ব্যবহার করতে দেয়ার বিনিময়ে ঘনশ্যাম কি কোনো কমিশন পেতেন কিনা তাও দেখা হচ্ছে। উল্লেখ্য, রাহুল চৌধুরীর বসবাস গাজিয়াবাদের নিউ পঞ্চবটি কলোনিতে।

Leave a Reply