Wednesday, October 30

ওয়াশিংটনে ভিন্নভাবে রাশিয়াকে উপস্থাপনের অভিযোগ

50226_USRযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণকে কেন্দ্র করে ওয়াশিংটনে আতশবাজির যে উৎসব হয়েছিল তাতেও রাশিয়া হস্তক্ষেপ করেছে। এমনটাই প্রচারণা চলছে সামাজিক নেটওয়ার্কগুলোতে। শপথ নেয়ার আগের দিন ট্রাম্প ও তার পরিবারের সদস্যরা উৎসবের আমেজে কাটান। এ উপলক্ষ্যে লিঙ্কন মেমোরিয়ালে যে আতশবাজি উৎসবের আয়োজন হয়েছিল সেখানে রাশিয়ার হস্তক্ষেপের কথা বলা হচ্ছে সামাজিক মিডিয়ায়। আতশবাজির আলো দিয়ে ওয়াশিংটনের রাতের আকাশে যুক্তরাষ্ট্রের সংক্ষিপ্ত নাম ‘ইউএসএ’-এর পরিবর্তে লেখা হয়েছিল ‘ইউএসআর’। উপর থেকে দেখলে আসলেই এ লেখাটি স্পষ্ট দেখা যায়।  এমন প্রচারণা ইন্টারনেটে বেশ জনপ্রিয়তা পেয়েছে। #USR নামে হ্যাসট্যাগও চালু হয়েছে। সেখানে অনেক কৌতুকও করা হয়েছে। বলা হয়েছে, ইউএসআর-এর পুরো অর্থ হলো ইউনাইটেড স্টেটস অব রাশিয়া। এসবই সামাজিক মিডিয়ার প্রচারণা। একটি পোস্টার টুইটারে বলা হয়েছে, ‘আমেরিকার জন্য ট্রাম্প তার পরিকল্পনা প্রকাশ করেছেন। স্বাগতম ইউএসআর।’ আরেক টুইটে বলা হয়েছে, আরও একবার ঘটলো। মনে হচ্ছে ট্রাম্পের শপথ গ্রহণের আগে কনসার্টে যে আতশবাজির উৎসব হয়েছে তা হ্যাক করেছে রাশিয়া। ওদিকে প্রকাশক লিওনিদ ক্রুতাকোভ মিডিয়াকে বলেছেন, ডনাল্ড ট্রাম্প অস্বস্তিকর পরিস্থিতিতে এছন। কিছু মানুষ মনে করেন, রাশিয়ার হ্যাকার ও পুতিন ব্যক্তিগতভাবে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এনেছেন। এখন যদি তিনি বলেন যুক্তরাষ্ট্র-রাশিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে যুক্তরাষ্ট্র তাহলে পরোক্ষভাবে এ কথাকে নিশ্চয়তা দেয়া হয় যে, তিনি রাশিয়ার সঙ্গে কাজ করছেন।

Leave a Reply