Saturday, October 12

তরুণীর দাবি, সানির সঙ্গে তার বিয়ে হয়েছে

50224_arafatমোহাম্মদপুর থানায় দায়ের করা অভিযোগে এক তরুণী দাবি করেছেন, ক্রিকেটার আরাফাত সানির সঙ্গে তার বিয়ে হয়েছে। ওই তরুণী অভিযোগে বলেন, সাত বছর পূর্বে সানির সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা হয়। পরিবারকে না জানিয়ে ০৪/১২/২০১৪ তারিখে তারা বিয়ে করেন। তরুণীর দাবি, বিয়ের বিষয়টি পরিবারকে জানিয়ে তাকে তুলে নেয়ার জন্য আরাফাত সানিকে বারবার বললেও সানি তাতে কর্ণপাত করেননি। এক পর্যায়ে ওই তরুণীর পরিবার তাকে বিয়ের জন্য চাপ দেয়। তখন ওই তরুণী সানিকে বলেন, হয় তাকে তুলে নিতে না হয় সম্পর্ক ছেদ করতে। কিন্তু সানি এ ব্যাপারে কোন পদক্ষেপ নেননি। এক পর্যায়ে সানি ফেসবুকে একটি ফেইক আইডি খুলে ওই তরুণীর ফেসবুক আইডির মেসেঞ্জারে তাদের অন্তরঙ্গ মুহুর্তের ছবি এবং তরুণীর ছবি পাঠিয়ে তাকে নানা হুমকি দেয়।

Leave a Reply