বর্তমানে নতুন গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। অ্যালবাম ও চলচ্চিত্রে নিয়মিত গান গাইছেন তিনি। সব মিলিয়ে বছরের শুরুটা বেশ ভালোই করেছেন এ শিল্পী। ময়মনসিংহ ও ঢাকা মিলিয়েই এখন থাকছেন ন্যান্সি। কাজ থাকলে ঢাকায় এসে কিছুদিন থাকছেন। তারপর আবার ছুটছেন প্রাণের শহর ময়মনসিংহে। সেখানেই নিজের করা নতুন বাড়িতে থাকছেন পরিবারসহ। এদিকে চলতি মাসের প্রথম সপ্তাহেই প্রকাশ হয়েছে ন্যন্সির তিন গানের অ্যালবাম ‘যতনে’। এ অ্যালবামের গানগুলোর সুর করেছেন মিলন। সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ ও এমএমপি রনি। একটি গানে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান। এ অ্যালবাম থেকে খুব শিগগিরই একটি গানের ভিডিও প্রকাশেরও কথা রয়েছে। অন্যদিকে এরই মধ্যে নিজের আরো একটি অ্যালবামের কাজ শেষ করেছেন ন্যান্সি। নাম ‘বোবা হৃদয়’। স্নেহাশীষ ঘোষের কথায় এ অ্যালবামটি আসছে ভালোবাসা দিবসে প্রকাশের কথা রয়েছে। এর বাইরে বেশ কয়েকটি নতুন ছবির গানেও কণ্ঠ দিয়েছেন
ন্যান্সি। এ বিষয়ে তিনি বলেন, সব মিলিয়ে ভালো ব্যস্ততাই যাচ্ছে বছরের শুরুতে, যদিও গত বছরের শেষের দিকেই নতুন গানগুলোর পরিকল্পনা হয়েছিল। ‘যতনে’ অ্যালবামটি থেকে ভালো সাড়া পাচ্ছি। আর ‘বোবা হৃদয়’ ভালোবাসা দিবসে আসবে। এর বাইরে চলচ্চিত্রের ব্যস্ততা রয়েছে। স্টেজ শোও করছি নিয়মিত, তবে বড় শোগুলোতেই কেবল অংশ নিচ্ছি। গত বছর জিপি মিউজিকের জরিপে ন্যান্সি ‘স্পটলাইট ডিভা অব দ্য ইয়ার’ হয়েছেন। অডিও ও চলচ্চিত্র মিলিয়ে তার বেশ কয়েকটি গানই গত বছর শ্রোতামহলে প্রশংসিত হয়। গেল বছরের ধারাবাহিকতায় এবারও ভালো কিছু হবে বলে ন্যান্সির চাওয়া। জানালেন ভালোবাসা দিবস ও পহেলা বৈশাখের আরো কয়েকটি নতুন অ্যালবামের কাজ করার কথা চলছে তার। ব্যাটে বলে মিললে সেগুলোও করে ফেলবেন। এখনকার বেশিরভাগ গানই ন্যান্সি করছেন তরুণদের সঙ্গে। এ বিষয়ে তিনি বলেন, আসলে নতুন গান মানেইতো নতুন চ্যালেঞ্জ। তাই নতুন গান গাইতে আমার ভালো লাগে। এখন তরুণদের সঙ্গেই বেশি
কাজ করছি। এরা খুব ভালো সুর করে, লিখে। খুব মেধাবী। ভিন্নধর্মী কিছু গান এদের মাধ্যমে তৈরি হচ্ছে। আমি সব সময় তরুণদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আশা করছি সামনেও ভালো কিছু হবে।