Wednesday, October 30

মা-মেয়ের ‘আবার দুজনে’

50315_ma-meyeএবার নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসলেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। তবে তিনি একা নন, সঙ্গে গেয়েছেন তার কন্যা বাঁধনও। সম্প্রতি প্রকাশ হয়েছে সাবিনা ও বাঁধনের নতুন অ্যালবাম ‘আবার দুজনে’। এটি অনলাইনে প্রকাশ করেছে মন মিউজিক স্টেশন। এ অ্যালবামে গান রয়েছে মোট ১০টি। এতে সাবিনা ইয়াসমিন ও বাঁধন দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন তিনটি গানে। এর মধ্যে মা-মেয়ে দুজন মিলে ‘অনুরাগ’ চলচ্চিত্রের ‘কত ভালোলাগে এই দিন’ গানটি নতুন করে কণ্ঠে তুলেছেন। বাকি দুটি গানের শিরোনাম হলো ‘ইচ্ছে করে ছোট্টবেলায় আবার ফিরে যাই’ ও ‘এক চোখে সুর তোমার, অন্য চোখে কথা’। গানগুলোর সুর-সংগীত করেছেন মাকসুদ জামিল মিন্টু, রাজেশ ঘোষ ও মন। কথা লিখেছেন প্রদীপ সাহা, জাহিদ আকবর’সহ অনেকে। অ্যালবামে থাকা বাকি গানগুলোর শিরোনাম হলো ‘দক্ষিণা হাওয়া’, ‘কাটলো কতো রাত’, ‘কিছু কিছু ভুল’, ‘তুমি ছাড়া’, ‘পাকা কথা’, ‘যে কথা’ ও ‘হারিয়ে গেছে মন’। সাবিনা ইয়াসমিন বলেন, প্রায় এক দশক পর আবারও মেয়ের সঙ্গে দ্বৈত গান করলাম। অনেকটা সময় নিয়েই অ্যালবামের কাজটি হয়েছে। আশা করি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে। বাঁধন বলেন, ২০০৬ সালে মায়ের সঙ্গে ‘প্রতিচ্ছবি’ অ্যালবামে চারটি গান গেয়েছিলাম। ওটা ছিল আমার প্রথম একক। দীর্ঘ সময় পর আবারও মাকে সঙ্গে নিয়ে অ্যালবাম প্রকাশ করলাম। আমার বিশ্বাস, গানগুলো শ্রোতাদের পছন্দ হবে। এদিকে, অডিও প্রকাশের পাশাপাশি ‘আবার দুজনে’ অ্যালবামে থাকা ‘দক্ষিণা হাওয়া’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছেন বাঁধন। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা।

Leave a Reply