Sunday, April 21

খালেদার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ফের পেছালো

50388_khaledaধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো। আগামী ১৯ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে এ মামলায় ২৭ বার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছালো। সোমবার ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ তদন্ত প্রতিবেদনের জন্য নতুন দিন ধার্য করেন। আজ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু শাহবাগ থানা পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক নতুন তারিখ নির্ধারণ করেন। ২০১৪ সালের ২১ অক্টোবর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে বাদী হয়ে মামলাটি করেন। ওই দিন শুনানি শেষে শাহবাগ থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক। মামলার বিবরণে বলা হয়, ২০১৪ সালের ১৪ অক্টোবর বিকেলে শুভ বিজয়া অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কালে খালেদা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বক্তব্য রেখেছেন। এ ঘটনায় দ-বিধির ১৫৩(ক) ও ২৯৫(ক) ধারার অপরাধে মামলা করা হয়। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছিল।

Leave a Reply