Tuesday, September 10

‘দুই দিনে অনেক কিছুই সম্ভব’

50353_onekkichuওয়েলিংটন টেস্টে প্রথম ইনিংসে স্বপ্ন দেখিয়েছিলেন ব্যাটসম্যানরা। কিন্তু দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে গুঁড়িয়ে যায় সেই স্বপ্ন। এবার ক্রাইস্টচার্চ টেস্টে প্রথম দিনে ব্যাটসম্যানরা বড় ভিত গড়তে না পারলেও দ্বিতীয় দিন স্বপ্ন দেখিয়েছিলেন বোলাররা। ২৮৯ রানের জবাবে নিউজিল্যান্ড ২৬০ রানে ৭ উইকেট হারায় বোলাদের দারুণ বোলিংয়ে। ২৯ রানে পিছিয়ে গতকাল অবশিষ্ট তিন উইকেট নিয়ে মাঠে নামার কথা ছিল কিউইদের। টাইগারদের সামনে সুযোগ ছিল দ্রুত ব্ল্যাক ক্যাপদের অলআউট করে বড় লক্ষ্যে ব্যাট করার। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে বৃষ্টি। তাই সিরিজের শেষ টেস্টে হ্যাগলি ওভালে হাতে সময় আছে মাত্র দুই দিন। তাও বৃষ্টি যদি আর না হয়। তাই শেষ বাংলাদেশের সামনে ব্যাটিংয়ের সঙ্গে বোলিং করারও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এমন কঠিন পরিস্থিতিতে দুই দল কেমন করতে পারে? লড়াইটা হবে নিউজিল্যান্ডের সঙ্গে জয় নয়তো ড্র’র জন্য। পারবে তো তামিম ইকবাল বাহিনী! এ ম্যাচেই অভিষেক হওয়া টেস্ট দলের নয়া সদস্য নূরুল হাসান সোহান অবশ্য বেশ আত্মবিশ্বাসী। একটি দিন বৃষ্টিতে ভেসে গেলেও শেষ দু’দিন ভালো কিছুরই আশা করছেন তিনি। সংবাদ মাধ্যমকে সোহান বলেন, ‘টেস্টের আরো দু’দিন বাকি আছে। দল হিসেবে ভালো খেলতে পারলে ইন্‌শাআল্লাহ ভালো ফল হবে। দুই দিনে অনেক কিছুই সম্ভব। আমরা অন্তত ইতিবাচকই চিন্তা করছি।’
নিউজিল্যান্ড সফরের আগে থেকে বাংলাদেশ শিবিরে হানা দিয়েছিল ইনজুরি। দেশে থেকেই ইনজুরিতে পড়ে এই সফরে যাওয়া হয়নি পেসার মোহাম্মদ শহীদ ও শফিউল ইসলামের। এরপর সবচেয়ে বড় আঘাত আসে ওয়ানডে সিরিজে। প্রথমে হ্যামস্ট্রিংয়ের আঘতে শেষ দুই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিকটে পড়েন উইকেট কিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহীম। তার দুর্ভাগ্যে ওয়ানডেতে অভিষেক হয় সোহানের। সীমিত ওভারের দুটি সিরিজে নিজেকে প্রমাণ করেন সোহান। টেস্টেও মুশফিকের খেলা নিয়ে সংশয় ছিল। ধরে নেয়া হচ্ছিল টেস্ট দলের অধিনায়ক ফিরলেও দেখা যাবে না উইকেটের পেছনে। তাই ওয়েলিংটনেই টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনা ছিল তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান সোহানের। কিন্তু মুশফিক সেই টেস্টে অধিনায়কত্বের সঙ্গে সামলান তার প্রিয় উইকেটকিপিংটাও। তবে ফের দুই দফা ইনজুরিতে পড়েন তিনি, যার ফলে ছিটকে পড়েন শেষ টেস্ট থেকে। বাধ্যতামূলক হয়ে যায় সোহানের টেস্ট অভিষেক। তবে ব্যাট হাতে শুরুটা খারাপ হয়নি। দলের বিপর্যয়ে করেন ৪৭ রান। পেতে পারতেন প্রথম টেস্ট ফিফটিও। কিন্তু বোলারদের নিয়ে তিনি একা একা লড়াইটা বড় করতে পারেননি। তাই ৩ রানের আক্ষেপ নিয়ে আউট হতে হয়। তবে আরেক অভিষিক্ত নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৫৩ রানের জুটি গড়ে তিনি মান রক্ষা করেন দলের। নিজের প্রথম টেস্টের ভালো-মন্দ নিয়ে সোহান বলেন, ‘আমাদের কন্ডিশনের চেয়ে এখানে উইকেট একটু ভিন্ন। স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি। একটু দেখেশুনে খেলার ইচ্ছা ছিল, যেন সময় নিয়ে খেলতে পারি। অভিষেক টেস্টটা আল্লাহর অশেষ রহমতে ভালোই হচ্ছে।’
বৃষ্টি, মেঘলা আবহওয়াতে হ্যাগলি ওভালে ব্যাট করা বেশ কঠিন। বিশেষ করে চতুর্থ ও পঞ্চম দিনে। আজ সকালে কিউইদের শেষ তিন উইকেট দ্রুত তুলে নিতে পারলে আর ব্যাটসম্যানরা ওয়েলিংটনের দুঃস্বপ্নের দ্বিতীয় ইনিংস থেকে শিক্ষা নিয়ে ভালো ব্যাট করলে বাংলাদেশের সামনে বড় সুযোগই অপেক্ষা করছে হয়তো। এই মাঠে চতুর্থ ইনিংসে একমাত্র অস্ট্রেলিয়াই ২০০ রানের টার্গেট তাড়া করে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছিল। তাই বড় লক্ষ্য ছুড়ে দিতে পারলে জয় না হলেও অন্তত ড্র করা সম্ভব। শেষদিনে এখানে উইকেটের কথা ভেবেই সোহান এতটা আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘উইকেটের যা কন্ডিশন, তাতে দু’দিন যথেষ্ট সময়। আমরা চেষ্টা করবো ভালো কিছু করতে। ভালো খেলতে পারলে অনেক কিছুই সম্ভব।’
গতকাল বাংলাদেশ সময় ভোর ৩টা ৩৫ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তৃতীয় দিন কোন বল গড়ায়নি মাঠে। হ্যাগলি ওভালে স্থানীয় সময় বিকাল ৪টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। আজও আকাশ মেঘলা থাকবে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারে কম। চতুর্থ দিন নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় খেলা শুরু হবে। সেই হিসেবে বাংলাদেশ সময় খেলা শুরু হবে রাত সাড়ে তিনটায়। বৃষ্টির বাধায় দ্বিতীয় দিন ১৯ ওভার খেলা কম হয়। ঘাটতি পুষিয়ে নিতে রোববার হ্যাগলি ওভালে নির্ধারিত সময়ের ২৩ মিনিট আগে খেলা শুরু হওয়ার কথা ছিল।

Leave a Reply