Breaking News
Home / বাংলাদেশ / সাগরে ৩ নম্বর সংকেত, ঝরছে বৃষ্টি

সাগরে ৩ নম্বর সংকেত, ঝরছে বৃষ্টি

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজার বন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তি বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে ভারতের ঝাড়খন্ড ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে, লঘুচাপের প্রভাবে সকাল থেকেই ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হচ্ছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৯. ৮ মিলিমিটার। সারাদিনই এর প্রভাব থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
বৃষ্টির কারণে স্কুল ও অফিসগামী মানুষকে বিপাকে পড়তে হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে জানায়, মঙ্গলবার চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

About News Desk

Leave a Reply