Monday, December 9

আলিয়ার এক কোটি ভালোবাসা

50408_aliaএ মুহূর্তে বলিউডে বেশ কজন আলোচিত তারকার মধ্যে আলিয়া ভাট একজন। নিজের অভিনয় দক্ষতা এবং সৌন্দর্যগুণে সাবর প্রিয় হয়ে উঠেছেন তিনি। তাই তার ভক্তসংখ্যাও কম নয়। সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সাটাগ্রাম থেকে শুরু করে টুইটার, সর্বত্রই জনপ্রিয় মহেশ ভাট কন্যা কন্যা। আর সেই জনপ্রিয়তার জেরেই এবার টুইটারে তার ফলোয়ার ছাড়ালো কোটির ঘর। এক কোটি ভক্ত পেয়ে যার পর নাই উচ্ছ্বসিত এই বলিউড অভিনেত্রী। গত শনিবার নিজের অ্যাকাউন্ট থেকে ভক্তদের ধন্যবাদ জানান নায়িকা। ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, শুভরাত্রি, আমার সব সুন্দর মনের ভক্তদের। আপনাদের ধন্যবাদ আমাকে এক কোটি ভালোবাসা দেয়ার জন্য। খুব ভোরে শুটিংয়ের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তাই আপনাদের ভালোবাসা সঙ্গে নিয়েই ঘুমোতে যাচ্ছি। উল্লেখ্য, ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন আলিয়া। এরপর একে একে অসংখ্য ছবিতে অভিনয় করে পেয়েছেন একাধিক পুরস্কার। এই বছর দুটি ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন আলিয়া। ‘উড়তা পাঞ্জাব’ ও ‘ডিয়ার জিন্দেগি’ দুটি ছবিতে অসাধারণ অভিনয় করে এ বছর জিতেছেন সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার।

Leave a Reply