গাজীপুরের মাস্টারবাড়িতে ইকো কটন মিলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সর্ভিসের ৮ টি ইউনিট। কাপাসিয়া, ভালুকাসহ আরও কয়েকটি এলাকা থেকে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আকতারুজ্জামান লিটন বলেন, গুদামের তুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যে কারণে নিভাতে একটু সময় লাগবে। ইতিমধ্যে আমরা আশপাশের ফায়ার সার্ভিসের ইউনিটগুলোর সহযোগিতা চেয়েছি। তারা আসছেন।