Tuesday, September 17

বনার্ঢ্য আয়োজনে জেসমিন মৌসুমির জন্মদিন পালন

বিনোদন ডেস্ক, স্বদেশকন্ঠ: গত ২২ সেপ্টেম্বর শনিবার ছিল জনপ্রিয় মডেল-অভিনেত্রী, উপস্থাপিকা জেসমিন মৌসুমির শুভ জন্মদিন। জেসমিন মৌসুমির জন্মদিন উপলক্ষে রাজধানীয় ধানমন্ডির সায়ানা’স কিচেনে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জনপ্রিয় উপস্থাপক ও পরিচালক দেবাশীষ বিশ্বাস, র‌্যাম্প মডেল সাঈদ রুমা, মনিরা মিতু, বুলবুল টুম্পা, নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, চিত্রনায়ক আমান রেজা, সাইফুল, আবু নাঈম, রানী আহাদ, আখি আফরোজ, সারাকা মজুমদার, রাইসুল এইচ চৌধুরী, আবু নাসের, শাওন মজুমদার, বারিশ হক, তনু এনাম, কন্ঠশিল্পী প্রত্যয় খান, রেডিও স্বদেশ ও স্বদেশ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আরজে সাইমুর রহমান, আরজে ইভান সাইর, মডেল কোরিওগ্রাফার এলডফ খান, শেখ সাদি ও আরজে রাজ, আরজে অপুসহ আরো অনেক পরিচিত মুখ। জেসমিন মৌসুমির জন্মদিনের ড্রেস ডিজাইন করেছেন শারুখ আমিন টিংকু, মেকওভার ফারজানা শাকিল, স্টেজ ডিজাইন করেছেন আসাদুল্লাহ বাবু, ডিজে তে ছিলেন তুর্জো হক।

জেসমিন মৌসুমি মিডিয়াতে ২০১৬ সালে জুনে পর্দাপন হলেও তিনি কাজ শুরু করেন ২০১৭ সাল থেকে। এই অল্প সময়েই মৌসুমি নিজস্ব একটা অবস্থান তৈরী করেছেন এই তরুন মডেল। মৌসুমি অনেক মিউজিক ভিডিও, নাটক, টিভিসি, ফ্যাশন হাউজের ও ব্র্যান্ড ফটোশুট করেছেন। বর্তমানে অনেক কাজ নিয়ে ব্যস্ত আছেন।

Leave a Reply