মারুফ সরকার, বিনোদন প্রতিবেদকঃ
আপনাদের কাছে তুলে ধরবো অভিনেতা পলাশ লোহর কথা। যার সাথে কথা হয় আমাদের প্রতিবেদকের। বিস্তারিত শুনুন নিজের মুখে। ●
কবে থেকে মিডিয়ায় কাজ করছেন? প্রথম কাজ কোনটা?
>> আমার প্রথম কাজ ২০১০ এ। ১৬ পর্বের মুক্তিযুদ্ধের একটা ধারাবাহিক নাটক যার নাম ছিল “মুক্তিযুদ্ধ একাত্তর”।
পরিচালক ছিলেন পারভেজ আমিন। দেশ টিভিতে প্রচারিত হয়েছিলো । আমি সেটায় মুক্তিযোদ্ধার চরিত্র করেছিলাম ।
● কি কি কাজ করেছেন?
> ২০১০ এর পর পড়াশোনার চাপের কারণে তিন চার বছর তেমন কাজ করা হয়নি। ২০১৪ থেকে আবার কাজ শুরু করে বেশ কিছু কাজ করে ফেলেছি ।
শ্রাবণী ফেরদৌস ও শুভ্র খান পরিচালিত ধারাবাহিক নাটক “অনাকাঙ্খিত সত্য” আর টিভিতে, সাইফুল ইসলাম মান্নু পরিচালিত টেলিফিল্ম “তোমায় দেখবো বলে” চ্যানেল আই তে, সাদাত রাসেল পরিচালিত “ওল্ড টাউন লেন” দেশ টিভি তে, আতিকুর রহমান বেলাল পরিচালিত ভিএফএক্স নির্ভর ধারাবাহিক “ডালিমকুমার” এন টিভিতে, আতিকুর রহমান বেলাল পরিচালিত আরেকটি সাত পর্বের ধারাবাহিক “যুবরাজ” এন টিভিতে, এটিএম মাকসুদুল হক ইমু পরিচালিত “জামাই পরীক্ষা” আর টিভিতে প্রচার হয়েছে।
জনপ্রিয় নির্মাতা সোহেল আরমান পরিচালিত ১০৪ পর্বের ধারাবাহিক “জলরং” এ কাজ করেছি। নাটকটি প্রচার হয়েছে এন টিভিতে।
শাহজাদা মামুনের পরিচালনায় টেলিফিল্ম “গোলাপী ঘুড়ি” প্রচার হয়েছে চ্যানেল আই তে।
খান সোহেলের পরিচালনায় নাটক “লুকোচুরি” প্রচার হয়েছে বিজয় টিভিতে।
● এখন কি কি কাজ করছেন?
>>আরেকটি ভিএফএক্স নির্ভর ১০০০ পর্বের সিরিয়াল এ কাজ করছি, নাম “মায়া মসনদ”, পরিচালনায় এস এম সালাউদ্দিন । খুব তারাতারি এন টিভিতে আসছে। আতিক জামানের পরিচালনায় সিরিয়াল “ইচ্ছেডানা” এর স্যুটিং করছি।
● বড় পর্দার কোন খবর ?
>> সম্প্রতি কাজ করছি মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মাণাধিন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “দাহকাল” এ, পরিচালনায় ধ্রুব হাসান।
আরো দুইটা সিনেমায় কাজের কথা চলছে ।
আমি আসলে হিরো হতে চাইনা। হিরো হওয়ার জন্য যে সকল ক্রাইটেরিয়া থাকা দরকার, তার সবগুলো আমার মধ্যে নেই। আমি চাই ক্যারেক্টার আর্টিস্ট হতে, যেনো আমার বারো বছরের থিয়েটারের অভিনয় দক্ষতা কাজে লাগিয়ে সুঅভিনেতা হতে পারি।
● পড়াশোনা?
>> শান্ত মারিয়াম ইউনিভার্সিটি থেকে চারুকলার উপর মাস্টার্স শেষ করেছি ২০১৫ সালে।
● গ্রামের বাড়ি ?
>> ময়মনসিংহের গফরগাঁওয়ে আমার গ্রামের বাড়ি। সেখানেই জন্ম। ইন্টারমিডিয়েট পড়া শেষ করেই ঢাকা চলে আসি ২০০৫ সালে।
● অভিনয়ের পাশাপাশি কি করছেন?
>> প্রফেশনালী গানও করছি।
বাংলাদেশ টেলিভিশন ও বেতারেও তালিকাভূক্ত আছি। বেসরকারি চ্যানেল গুলোতেও গান করছি। আর স্টেজ প্রোগ্রাম তো আছেই।
আমার দশটা মিক্সড অ্যালবাম রয়েছে।
গুণী গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালকদের সাথে কাজ করার সুযোগ হয়েছে।
বর্তমানে, গুণী লেখক শেখ নজরুল এর রচনায় বেশ কয়েকটা অ্যালবাম এর কাজ করছি। সুর করেছেন শোয়েব শিবলী, কম্পোজিশন করছেন বিনোদ রায়।
● অভিনয় নিয়ে আপনার ভাবনা কি?
>> মঞ্চে কাজ করছি বারো বছর। আমার দল দ্যাশবাঙলা থিয়েটার। দেশের বিভিন্ন নেতিবাচক, ইতিবাচক, সংস্কৃতি, সংস্কার, মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়গুলোকে কেন্দ্র করে তৈরী নাটক অভিনয়ের মাধ্যমে মঞ্চে উপস্থাপন যেভাবে করি, ঠিক তেমন বিষয়গুলো নিয়ে যদি সিনেমা তৈরি হয় তবে আমার আগ্রহ বেশি থাকবে। পুরোদমে বানিজ্যিক ছবিতে আমার আগ্রহ নেই।
● প্রত্যাশিত পরিমানে কাজ ও পারিশ্রমিক পান কিনা।
>> প্রত্যাশিত পরিমানে কাজের কথা বলতে গেলে বলবো, আমি কাজের পরিমানের চেয়ে কোয়ালিটি টা বাছি। কাজের জন্য তো ডাক পাই ই, কিন্তু কোনটা করবো কোনটা করবো না সেটা ভাবি আগে।
আমার বেশিরভাগ কাজগুলোই প্রশংসিত হয়েছে।
● কোনো ক্ষোভ বা কষ্ট?
> ক্ষোভ তো আছেই । অভিনয় না জেনেই অনেকেই অভিনেতা/অভিনেত্রী বনে যাচ্ছেন। ন্যাকামি ছ্যাবলামিতে ভরপুর নাটকের ট্রেন্ড তৈরি হচ্ছে । এতেকরে উচ্চারণ, ভাষা ও ভালো নাটকের জায়গা নষ্ট হচ্ছে ।
● এ থেকে পরিত্রাণের উপায়?
>> সেজন্য চ্যানেল ও বিজ্ঞাপনী সংস্থাগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে ।
বেশিরভাগ ক্ষেত্রে উনারাই নির্বাচন করে দেন যে, অভিনয় শিল্পী কারা হবে আর ডিরেক্টর কে হবে।
সেই নির্বাচনটা যদি উপযুক্ত ও দক্ষ শিল্পীদের নিয়ে হয়, তাহলে ভাল নাটক নির্মাণ হবে।
● পুরস্কার আছে কোনো?
>> হাহাহা । টিভি নাটকে নাই, তবে মঞ্চে আছে। আমার অভিনয়ে দর্শকদের কাঁদাতে পেরেছিলাম, শো শেষে তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন ।
এটাই আমার সর্বোচ্চ পুরস্কার ।
● প্রিয় অভিনয় শিল্পী?
>> দেশে বিদেশে অনেকেই আছেন । ফজলুর রহমান বাবু, মাহফুজ আহমেদ, জয়া আহসান, ভিক্টর ব্যানার্জি, নানা পাটেকর, টম হ্যাঙ্কস।