হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের বিরামচর নামকস্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আট জন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- চাইপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের দরিশ খাতুন (২৮), কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ঘোড়াগান্দা গ্রামের মাইক্রো চালক আল আমিন (২৮), বায়জিদ আলম (৩৫), গৌতম কুমার (৩৮) ও অজ্ঞাত যুবক (৩২)। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী পাথর বুঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৩-১০৬০) ও বিরপীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ- ৫৩-১২১১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৫ জন নিহত হন। আহত হন আরও ৭ জন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারি প্রকৌশলী মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর দুজন মারা গেছেন।