Friday, April 26

ক্লিনটন-ওবামার বাড়িতে ডাকযোগে বিস্ফোরক পাঠানোর ঘটনায় গ্রেপ্তার ১

যুক্তরাষ্ট্রে ক্লিনটন দম্পতি ও বারাক ওবামার বাড়িতে ডাকযোগে বিস্ফোরক পাঠানোর ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিতে গ্রেপ্তার করা হয়েছে। সিজার সায়োক (৫৬) নামের ওই ব্যক্তিকে হুমকি এবং ডাকযোগে বোমা পাঠানোসহ মোট পাঁচটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
মি রে নামের এক কর্মকর্তা জানিয়েছেন, সিজার এই ঘটনার প্রধান হোতা। সে ফ্লোরিডার বাসিন্দা এবং তার বিরুদ্ধে আগেও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। প্যাকেটের উপর থাকা হাতের ছাপের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়। এছাড়া খামের উপর থেকে তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে তার অবস্থান শনাক্ত করার জন্য তার মোবাইল ফোন ট্রেক করা হয়। সিজারের পরিচয় সনাক্ত করার জন্য তার টুইটার অ্যাকাউন্টটিও ব্যবহার করা হয় বলে জানানো হয়েছে।   তিনি আরো বলেন, আমরা সঠিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছি বলে বিশ্বাস করি।রেছি বলে বিশ্বাস করি।

তবে যেহেতু তদন্ত চলছে, তাই আরো অনেক কাজ করতে হবে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রা¤প এ ঘটনাকে ঘৃণ্য উদ্ধৃত করে বলেছে, আমাদের দেশে এসব অপরাধের সুযোগ নেই।

Leave a Reply