Thursday, October 31

ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে কত টাকা উঠলো?

50813_Brazilবিমান দুর্ঘটনায় নিহত শাপেকোয়েনসের খেলোয়াড়দের পরিবারকে সহযোগিতা করার জন্য প্রীতি ম্যাচ খেললো ব্রাজিল ও কলম্বিয়া। রিও অলিম্পিক স্টেডিয়ামের প্রীতি ম্যাচে ব্রাজিল জিতেছে ১-০ গোলে। ৫ বারের বিশ্বকাপ শিরোপাজয়ীদের হয়ে ৪৭ মিনিটে একমাত্র গোল করেন দুদু। ম্যাচ শুরু হওয়ার আগে দর্শকদের সামনে হাজির করা হয় বিমান দুর্ঘটনার পর বেঁচে যাওয়া তিন খেলোয়াড় ও এক রেডিও ধারাভাষ্যকরকে। তাদেরকে করতালি দিয়ে অভ্যর্থনা জানায় স্টেডিয়ামের হাজারো দর্শক। গত নভেম্বরের বিমান দুর্ঘটনায় ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসের ১৯ খেলোয়াড় নিহত হন। শোক কাটিয়ে ফের মাঠে দল নামিয়েছে শাপেকোয়েনস। নতুন করে ২২ জন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে তারা। ব্রাজিলের চ্যাম্পিয়ন পালমেইরাসের সঙ্গে তারা ইতিমধ্যে একটি প্রীতি ম্যাচ খেলেছে। আর এবার নিহত খেলোয়াড়দের পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়ার জন্য মাঠে নামে ব্রাজিল ও কলম্বিয়া। ওই ম্যাচ থেকে উঠেছে ৩ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার মান ৩ কোটি টাকার বেশি। ব্রাজিলের হয়ে এদিন খেলেন রবিনহো। তিনি নিজের জন্মদিনে খেলেন ব্রাজিলের হয়ে শততম ম্যাচ।

Leave a Reply