নিউজিল্যান্ড সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার রাত পৌনে ১১টায় ঢাকায় অবতরণ করে ক্রিকেটারদের বহনকারী বিমানটি। কয়েক দিনের বিশ্রাম শেষে সাকিব- তামিম- মাহমুদুল্লাহরা ব্যস্ত হয়ে পড়বেন ভারতের হায়দরাবাদে নয় ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টেস্ট নিয়ে। বিরাট কোহলিদের বিপক্ষে খেলবেন মুশফিকরা। ভারতের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম টেস্ট। এ দিকে ইনজুরিতে পড়া তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হক আপাতত পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন।
ক্রিকেটারদের সঙ্গে দেশে ফিরেছেন বোলিং কোচ কোর্টনি ওয়াশলও। তবে দলের অন্য বিদেশি স্টাফরা ছুটি কাটিয়ে ভারত সিরিজের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিবেন।