গ্রান্ড স্লাম টুর্নামেন্টে ইতিহাস গড়লেন সেরেনা উইলিয়ামস। ১৯৬৮ সালে উন্মুক্ত যুগ শুরু হওয়ার পর সর্বাধিক ২৩ গ্রান্ড স্লাম শিরোপা জয়ের রেকর্ড গড়লেন তিনি। স্টেফি গ্রাফের সঙ্গে ২২ শিরোপা নিয়ে এতদিন যৌথভাবে শীর্ষে ছিলেন যুক্তরাষ্ট্রের এ কৃষ্ণকলি। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আজ বড় বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন সেরেনা। ভেনাসকে তিনি সরাসরি সেটে ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন। একই সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনে জিতলেন নিজের সপ্তম শিরোপা। অবশ্য মোট গ্রান্ড স্লাম শিরোপা জেতায় ২৪ শিরোপা নিয়ে সবার ওপরে আছেন মর্গারেট কোর্ট। তার শিরোপাগুলো ছিল উন্মুক্ত যুগের আগে। তবে তাকে স্পর্শ করা সেরেনার পক্ষে এখনও সম্ভব।