Sunday, April 21

ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব নিলেন মাশরাফিদের সাবেক কোচ

51104_Stuartওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিলেন স্টুয়ার্ট ল। গত সেপ্টেম্বরে ফিল সিমন্সকে কোচের পদ থেকে বরখাস্ত করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তার তিন মাস পর নতুন কোচ নিয়োগ দিলো তারা। ১৫ ফেব্রুয়ারি তিনি দলটির দায়িত্ব বুঝে নেবেন। দুই বছরের চুক্তিতে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেযা হয়েছে বলে এক বিবৃতিতে জানালো ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট দলও তাকে কোচ হিসেবে পাওয়ার জন্য আগ্রহ দেখায়। কিন্তু তিনি রাজি হননি। এতে মিকি আর্থারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অস্ট্রেলিয়ান সাবেক এ ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন ২০১১-১২ সালে। তার অধীনেই প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ। এরপর তিনি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেন। আর সর্বশেষ বাংলাদেশে প্রিমিয়ার লীগে (বিপিএল) গত আসরে মাহমুদুল্লাহ’র খুলনা টাইটানসের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের কোচের দায়িত্ব পেয়ে ৪৮ বছর বয়সী স্টুয়ার্ট ল বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের গুরুত্বপূর্ণ সময়ে কোচের দায়িত্ব পেয়ে আমি রোমাঞ্চিত। এই দলটির উন্নয়নে অবদান রাখতে পারবো বলে আমি খুশি। আমি ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি।’

Leave a Reply