Sunday, July 21

এবার শীর্ষে আমির-দীপিকা

51105_amir-deepikaটাইমস সেলেবেক্স-এর গত মাসের জরিপে সবাইকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করে নিয়েছেন বলিউড মিস্টার পারফেক্টশনিস্ট খ্যাত তারকা আমির খান ও সুপারস্টার দীপিকা পাড়–কোন। ডিসেম্বর মাসজুড়ে ‘দঙ্গল’ ছবির প্রচারণা, মুক্তি ও নানা কারণে আলোচনায় থাকায় নায়কদের মধ্যে এক নম্বরে অবস্থান করে নেন আমির। অন্যদিকে পুরো মাসে হলিউডের ‘ট্রিপলএক্স : রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ও নিজ দেশে পদ্মাবতীতে অভিনয় নিয়ে নানান খবরের শিরোনামে ছিলেন দীপিকা। আর সে ফলস্বরূপ সব নায়িকাদের ছাড়িয়ে তিনিও উঠে এসেছেন এক নম্বরে। এ জরিপে নভেম্বর মাসের তালিকায় তিন নম্বরে ছিলেন দীপিকা। সেখান থেকে ২৯ পয়েন্ট অর্জন করে তিনি শীর্ষে অবস্থান করেন। তবে লক্ষণীয় বিষয় হলো, নভেম্বর মাসের জরিপে আমির ছিলেন সাত নম্বরে। আর এবার অন্য খানবাহাদুরদের পেছনে ফেলে ৫৪.৬ পয়েন্ট ঝুলিতে নিয়ে শীষে উঠে আসেন তিনি। এদিকে গত মাসের এক নম্বরে থাকা শাহরুখ এবার পড়ে গেছেন দুই নম্বরে। তার পরেই ৩৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন সুপারস্টার সালমান খান। এই ধারাবাহিতায় অন্য নায়কদের মধ্যে রয়েছেনÑরণবীর সিং, অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, হৃতিক রোশন, শাহিদ কাপুর। নায়িকাদের মধ্যে প্রিয়াংকা চোপড়া অবস্থান এ জরিপে দুই নম্বরে। যেখানে নভেম্বর মাসের জরিপে তিনি ছিলেন ৫-এ। তারপরেই আছেন সোনম কাপুর, আনুশকা শর্মা, জ্যাকুলিন ফার্নান্দেজ, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, পরিনীতি চোপড়া ও সোনাক্ষি সিনহা। উল্লেখ্য, ২০১২ সালের সেপ্টেম্বর মাসে শুরু হওয়া টাইমস-এর এই মাসভিত্তিক তারকা জরিপ এরই মধ্যে বলিউডের সবচেয়ে গ্রহণযোগ্য জরিপ হিসেবে বিবেচিত হয়েছে। টাইমস সেলেবেক্স-এর তারকা জরিপে বেশ কয়েকভাবেই তথ্য সংগ্রহ করা হয়। এই জরিপে পরিমাপক বিভিন্ন বিষয়ের (প্যারামিটার) মধ্যে যেমন রয়েছে ছবির বক্স অফিস সাফল্য, তেমনি টিভি, অনলাইনে ছবি ও তারকার প্রচার, ব্র্যান্ড পণ্যের দূতিয়ালি, তারকাদের জনপ্রিয়তা, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের অংশগ্রহণ ও ভক্ত বা অনুসারীর সংখ্যা ইত্যাদি। এমন অনেক বিষয়ে প্রাপ্ত নম্বরের যোগফলের ওপর ভিত্তি করেই এ জরিপের চূড়ান্ত তালিকা তৈরি হয়।

Leave a Reply