ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মনে করছেন ঋদ্ধিমান সাহা। ১৭ বছর হলো- টেস্ট স্টাটাস পেয়েছে বাংলাদেশ। কিন্তু এখনো ভারতের মাটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি। তবে এবার সে অপক্ষোর অবসান হতে যাচ্ছে। হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে ভারত। শুরু হবে ৯ ফেব্রুয়ারি। ওই টেস্ট নিয়ে ভারতের সাবেক খেলোয়াড়রা কথা বলছেন। এমন কি বর্তমানের খেলোয়াড়রাও টেস্টটি নিয়ে রোমাঞ্চিত। ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যাম ঋদ্ধিমান সাহা তাদের একজন। ভারতের কন্ডিশনে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন তিনি। বলেন, ‘গত কয়েক বছর বাংলাদেশ দল বেশ উন্নতি করেছে। বেশ ক’জন ভালো ব্যাটসম্যান আছেন, যারা স্পিনের বিপক্ষে ভালো খেলেন। ওদের দলে দারুণ কয়েকজন স্পিনার আছে। তারচেয়েও বড় ব্যাপার হল- ভারত আর বাংলাদেশের কন্ডিশনের মধ্যে খুব একটা পার্থক্য নেই। তাই ভারতের মাটিতে ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ।’ তিনি আরো বলেন, ‘ম্যাচে একজন কিংবা দু’জনের নৈপুণ্য অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে। দেশের মাটিতে খেলা বলে নিঃসন্দেহে আমরা এগিয়ে থাকবো। তবে আমাদের অবশ্যই সেরা খেলাটা খেলতে হবে।’