Thursday, October 31

বালিশ চুরি করেছিলেন আলিয়া!

51265_alia-bhattবলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে নিয়ে আলোচনার কোনো শেষ নেই। হালে বেশ কয়েকটি ছবিতে দারুণ নৈপুণ্য তাকে এনে দিয়েছে তারকা খ্যাতি। শুধু তাই নয়, বড় একটি ভক্তমহল তৈরিও করে নিয়েছেন তিনি। আর তাই আলিয়াকে ঘিরে আগ্রহেরও কোনো শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভক্তদের জন্য আলিয়া জানালেনও বেশকিছু মজার তথ্য। তিনি জানিয়েছেন শুটিং সেটে ঘুমানোর জন্য বালিশ চুৃরি করেছিলেন একবার। আলিয়া বলেন, একবার ছবির শুটিং সেটে ভীষণ ঘুম পেয়েছিল। তাই সেট থেকে বালিশ চুরি করে ঘুমোতে চলে গিয়েছিলাম। অভিনেতা সিদ্বার্থ মালহোত্রর সঙ্গে আলিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন দীর্ঘ দিনের। সে সব নিয়ে আগে কখনো মুখ খোলেননি আলিয়া। অবশ্য এবারও মুখ খোলেননি। তবে ১৮-৫০ যে কোনো বয়সের পুরুষই নাকি তার বয়ফ্রেন্ড হতে পারেন। শর্ত একটাই। কী সেটা? আলিয়া বলেন, বয়ফ্রেন্ডের ফোন চেক করতে দিতে হবে। আমি প্রথমেই চেক করে নেব ফোনটা আনলক আছে কি না। এছাড়া ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তার প্রতিক্রিয়া জানতে চাইলে, নায়িকা বলেন, আমি একটা দেয়াল তৈরি করে নেব। যাতে কোনো দিন ট্রাম্পের সঙ্গে কথা না বলতে হয়।

Leave a Reply