Monday, September 9

এবার বাদ পড়লেন শ্রেয়া ঘোষাল

51244_481170-বলিউডে এ মুহূর্তে প্লে-ব্যাক শিল্পীদের মধ্যে শ্রেয়া ঘোষাল অন্যতম। অন্যদিকে পুরুষ শিল্পীদের মধ্যেও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন অরিজিৎ সিং। গত বছর সালমান খানের ‘সুলতান’ ছবি থেকে তার গান বাদ দেয়া হয়। এবার শ্রেয়ার গান বাদ দিলেন শাহরুখ খান। জানা গেছে, সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রইস’ থেকে তার বাদ পড়েছে। অরিজিতের মতো শ্রেয়া বিষয়টি প্রকাশ্যে আনেননি এবং এ নিয়ে কোথাও কোনো আলোচনাও করেননি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিয়েছেন শ্রেয়ারই অর্ণব নামের এক ভক্ত। অর্ণব তার টুইটার অ্যাকাউন্টে এ নিয়ে পোস্ট করেছেন। প্রতিবাদ জানিয়েছেন ‘রইস’ ছবি থেকে শ্রেয়ার গান বাদ পড়া নিয়ে। শ্রেয়ার সংগীত জীবনে সর্বপ্রথম বলিউড প্লেব্যাক ছিল সঞ্জয়লীলা বনশালীর ‘দেবদাস’ ছবিতে। শ্রেয়া তখন  টিভিএস সারেগামাপা-র জয়ী গায়িকা। সে সঙ্গে বাংলায় দু’টি অ্যালবামও করেছেন। এ সময় বনশালীর ‘দেবদাস’-এ একাধিক গানে প্লেব্যাকের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। শ্রেয়ার বয়স তখন ১৬ পার হয়নি। দেবদাসের নায়ক ছিলেন শাহরুখ। সেই ছবিতে কবিতা কৃষ্ণমূর্তিদের সঙ্গে পাল্লা দিয়ে গান গেয়েছিলেন ষোড়শী শ্রেয়া। বলতে গেলে শাহরুখ, মাধুরী, ঐশ্বর্য অভিনীত ‘দেবদাস’-এর সাফল্যের পিছনে ছিল শ্রেয়ার গাওয়া দুরন্ত গান। কিন্তু, আজ শ্রেয়া যখন খ্যাতির চূড়ায় তখন সেই শাহরুখ খান নিজের প্রডাকশনেরই ছবি ‘রইস’ থেকে শ্রেয়ার গান বাদ দিলেন। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে হইচই পড়লেও সঠিক কারণ জানা যায়নি।

Leave a Reply