Monday, November 4

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

51380_shakilদক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে এস এম শাকিল (২৭) নামের এক বাংলাদেশি যুবক। তার গ্রামের বাড়ি ফেনীর দাগনভূইয়ায়। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে শাকিলকে হত্যা করা হয়েছে বলে জানান তার বাবা দাগনভূইয়া বাজারের জামিল ফার্মাসির মালিক মোহাম্মদ বেলাল। তিনি জানান, শাকিল জীবিকার উদ্দেশ্যে গত দুই বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমায়। বছর খানেক আগে দক্ষিণ আফ্রিকায় বেলকন শহরে শাকিল ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। রোববার মধ্যরাতে তার দুর্বৃত্তরা তার দোকানে হামলা চালায়। এসময় দোকানের মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দিলে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তিনি আরও জানান, তিনি ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত স্বজনদের সাথে যোগাযোগ করেছেন। আগামি ২-৩ দিনের মধ্যে শাকিলের লাশ দেশে আসবে বলে তিনি নিশ্চিত করেছেন।

Leave a Reply