Friday, April 26

বাংলাদেশ ডেন্টাল পরিষদের সরকারী চাকুরীজীবি সদস্যদের চলমান সংকট নিরসনে মতবিনিময় সভা

নিউজ ডেক্স।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ রাষ্টীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অধিভূক্ত ও নিবন্ধিত ৩/৪ বম্বর মেয়াদী ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনােলজি কোর্সে এস.এস.সি/এইচ.এস.সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে
উত্তীর্ণ অনেক মেধাবী ছাত্র/ছাত্রী দেশের সরকারি ১৩টি প্রতিষ্ঠানে ৪৪৫জন এবং
বেসরকারী ১০৩টি প্রতিষ্ঠানে ১৯৬৮ জন সহ সর্বমােট ২৪১৩ জন প্রতি বছর ভর্তি হয়ে
পড়াশুনা করে আসছেন। এ রকম প্রায় ১০(দশ) হাজার ডেন্টাল টেকনােলজিস্ট বাস্তবমূখী
ও যুগােপযােগী শিক্ষা গ্রহণ করে সম্মান জনক ক্যারিয়ার গড়ে তােলার উদ্দেশ্যে পড়াশুনা
করেছেন। উক্ত কোর্স সম্পন্নকারী সারা দেশের বিপুল সংখ্যক দক্ষ ও সুপ্রশিক্ষিত ডিপ্লোমা মেডিক্যাল টেকনােলজিস্ট (ডেন্টাল) দের একমাত্র প্রতিনিধিত্বকারী সংগঠন ‘বাংলাদেশ
ডেন্টাল পরিষদ’। প্রত্যন্ত অঞ্চলের মানুষের মুখ ও দন্তরােগের চিকিৎসা সেবা প্রদানের
পাশাপাশি দুর্যোগে দুর্গতদের পাশে দাঁড়িয়ে থাকেন বাংলাদেশ ডেন্টাল পরিষদের সদস্যরা।
১৯৭৫ সাল থেকে ধারাবাহিক ও সুশৃঙ্খলতার সাথে পরিচালিত হওয়া বাংলাদেশ ডেন্টাল
পরিষদের সরকারি চাকুরিজীবী সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সুন্দর মানবিক সােনার
বাংলাদেশ গড়তে অদ্য ২২|১১|২০১৯খ্রি:, রােজ-শুক্রবার সকাল সাড়ে নয় ঘটিকায় কুষ্টিয়া
জেলা সমিতি, কুষ্টিয়া ভবন (৮ম তলা), নয়া পল্টন, কাকরাইল ঢাকায় সংগঠনের ভারপ্রাপ্ত
সভাপতি জনাব মােশাররফ হােসেন মােল্লার সভাপতিত্বে এবং সংগঠনের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল
হােসেন এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় । উপরােক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন বিচারপতি শিকদার মকবুল হক, মাননীয় সাবেক বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। প্রধান
আলােচক হিসাবে উপস্থিত ছিলেন জনাব এডভােকেট গােলাম মােস্তফা, ডেপুটি এ্যাটর্নী জেনারেল,
বাংলাদেশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিনুল ইসলাম, স্টাফ রিপাের্টার, এটিএন
নিউজ। জনাবা ফারজানা করিম, সিনিয়র সংবাদ উপস্থাপক, ৭১টিভি। জনাব আবদুর রহমান (তুষার),
সাংগঠনিক সম্পাদক, বিডিপি কেন্দ্রীয় সংসদ। ডাঃ মানিক চন্দ্র দাস, কোর্স কো-অর্ডিনেটর, ইউনিভার্সিটি
অফ সাউথ এশিয়া। জনাব এডভােকেট হাবিবুর রহমান, সভাপতি, ঢাকা মহানগর সহ আরো উপস্থিত
ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য ও সারা দেশের প্রতিটি জেলা ও উপজেলার স্বাস্থ্য সেবা /
স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সরকারি চাকরি মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) গন। সভায় সরকারি চাকুরিজীবি সদস্যদের সিলেকশন গ্রেড সহ বিভিন্নি পেশাগত সমস্যা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি শিকদার মকবুল হক বলেন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোট
ডিভিশনের রায়, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত ওয়ার্কিং সার্কেল ও প্রজ্ঞাপন এবং পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশনার পরেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক
প্রদত্ত ডিপ্লোমা সনদধারী মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল)দের প্রাইভেট প্র্যাকটিস আইনানুগ ভাবে বাধার
সম্মুখিন হওয়ার কথা নয়।

Leave a Reply