Thursday, April 25

শেরে বাংলা এ কে ফজলুল হক শীর্ষক “এ ওয়ার্ড” পেলেন সিটিজি ক্রাইম টিভি

হাবিবুর রহমান ।।

শেরে বাংলা এ কে ফজলুল হকের ভূমিকা শীর্ষক আলোচনায় এওয়ার্ড পেলেন সিটিজি ক্রাইম টিভি
উপমহাদেশে শিক্ষা বিস্তারে শেরে বাংলা এ কে ফজলুদল হকের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা ও গুনীজন সম্মাননা আজ রাজধানীর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপাত মো: আব্দুস সালাম মামুন ।ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মিয়া মুজিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত হয়ে ভাইস চেয়ারম্যান শাতহ আলম চুন্নু, মহাসচিব এম এইচ আরমান চৌধুরী, আইপি টিভি ওনার্স
এসোসিয়েশনের সভাপতি মো: আতাউল্লা খান,বাংলাদেশ মোফাস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর ও সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক বক্তব্য রাখেন। এসময় বক্তারা শেরে বাংলা এ কে ফজলুল হকের দুরদর্শী রাজনৈতিক ও জীবন কর্মনিয়ে বিস্তর আলোচনা করেন।সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক তার বক্তব্যে বলেন শেরে বাংলা , নেতাজী বা সূর্য সেনের মত নেতাদের মত মানুষের জন্ম হয়েছিল বলেই আমরা প্রথমে স্বাধীন ভারতবর্ষ ও পরে ৩০ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি ।পরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুনীজন সম্মাননা প্রদান করা হয় ।

Leave a Reply