Monday, December 9

খাগড়াছড়িতে ট্রাক চাপায় শিশুসহ নিহত ৭, আহত ৯

51913_mapজেলার আলুটিলার বটতলা এলাকায় আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৯ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।
প্রত্যক্ষদর্শী ও খাগড়াছড়ি পুলিশ জানান, সকালে মাটিরাঙা উপজেলা হতে একটি মালবোঝাই ট্রাক (নং-চট্টমেট্রো-১১-৩৮০০) খাগড়াছড়ি আসার পথে আলুটিলা বটতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে অবস্থানরত জনবল বৌদ্ধ বিহারাধাক্ষ্য প্রয়াত চন্দ্রমনি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়ায় সমাগত লোকজনের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে শিশুসহ ৭ জন নিহত হয়। ঘটনায় ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।  ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা দ্রুত হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়নময় ত্রিপুরা জানান, আহতদের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসার জন্য প্রচুর রক্তের প্রয়োজন। তিনি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রক্তদানে এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply