রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর ২৮ নারীর সাত দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ। শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মোহাম্মদপুর থানার পুলিশ ২৮ নারীকে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। বিকেলে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাজমহল রোডের একটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ওই ২৮ জনকে গ্রেপ্তার করে। পুলিশের দাবী গ্রেপ্তার হওয়া নারীরা সবাই জামায়াতের নেতাকর্মী। নাশকতার মাধ্যমে তারা সরকার উৎখাতের পরিকল্পনা করছিল। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার জানান, গ্রেপ্তার হওয়া নারীদের সবাই উচ্চশিক্ষিত। তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ডাক্তারসহ বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। তাদের মধ্যে অনেক নারী মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দ-প্রাপ্তদের পরিবারের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।