Tuesday, March 26

ভৈরবে বিজয় মেলায় বন্ধুসভার ‘মহুয়া’ প্রশংসিত!

মোঃ সোহানুর রহমান(সোহান) স্টাফ রিপোর্টার||

কিশোরগঞ্জের ভৈরবে ৪ দিনব্যাপী বিজয়মেলার আয়োজনে ৩য় দিনে বিছাস এর আয়োজনে দেশাত্মবোধক গানের প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিচালক ভৈরবের গর্ব রাকিব মোসাব্বির। এছাড়া তার সাথে বিচারক হিসেবে ছিলেন শিক্ষিকা ফারহানা লিপি ও আব্দুল হাদি। ভৈরবের বিভিন্ন কলেজ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এই দেশাত্মবোধক গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এর আগে বিজয় মেলার দর্শকদের হৃদয় মাতিয়ে তোলে ভৈরবের অতি পরিচিত সংগঠন ভৈরব প্রথম আলো বন্ধু সভার পরিবেশিত নাটক মহুয়া সুন্দরী। মুহুয়া সুন্দরী নাটকটি ভৈরবের বিজয় মেলার মঞ্চে ১৮ডিসেম্বর রাত সাড়ে ৮টায় শুরু হয়। কনকনে শীতেও দর্শকদের ব্যাপক নির্মল বিনোদন দিয়ে প্রশংসা কুড়িয়েছে সাংস্কৃতিক সংগঠন প্রথম আলো বন্ধু সভার এই পরিবেশনা। নাটকটি বিজয় মেলায় উপস্থিত থেকে দর্শক সারিতে বসে সরাসরি উপভোগ করেন ভৈরব উপজেলা নিবার্হী অফিসার লুবনা ফারজানা, ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খিসা, ভৈরব প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন কাজল, ভৈরব পৌর আওয়ামী লীগের সভাপতি এস.এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব প্রথম আলো নিজস্ব প্রতিবেদক মোঃ সুমন মোল্লা, ভৈরব উপজেলা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান লিমন, ভৈরব অনলাইন নিউজ ক্লাবের সভাপতি সাংবাদিক আলাল উদ্দিন, ভৈরবের প্রথম মহিলা সাংবাদিক ওয়াহিদা আমিন পলি, ভৈরব অনলাইন নিউজ এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক আশরাফুল আলম, ভৈরব অনলাইন নিউজ ক্লাবের নির্বাহী সদস্য তরুন লেখক সোহানুর রহমান( সোহান) ’সহ প্রায় কয়েক শত দর্শক। এবারের বিজয় মেলার আয়োজক হিসেবে আছে ভৈরবের জনপ্রিয় ছাত্র সংগঠক ‘বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (বিছাস)। ‘মহুয়া সুন্দরী’ নাটকে অভিনয় করেন- তানশি, হাসান মাহমুদ, সৌরভ, অর্নব গণি, রিয়াজ প্রমুখ। নাটকটি নির্দেশনায় ও সজ্জায় ছিলেন নিজাম উদ্দিন পলাশ ও জনি আলম৷ প্রথম আলোর বন্ধুসভার প্রধান সমন্বয়কারী ভৈরব প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা ‘মহুয়া সুন্দরী’র সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন।

Leave a Reply