Tuesday, December 16

আজ ডায়মন্ড ওর্য়াল্ড নিবেদিত`ফ্লেইম কুইন্স’ এর গ্রান্ড গেট টুগেদার পার্টি

সম্পাদনায়-সাইমুর রহমান: আজ ১০ জানুয়ারী ২০২০ইং ধানমন্ডি-২ এ নারী উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপ ফ্লেইম কুইন্স (Flame Queens) গেট টুগেদার ও নারী উদ্যোক্তাদের মহামিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেখতে দেখতে জিটুজি’র সময় চলে এসেছে। সকল প্রস্তুতি শেষ। প্রস্তুত ফ্লেইম কুইন্স টিম। ফ্লেইম কুইন্স এর ফাউন্ডার এডমিন মুনিয়া মনি জানান- আজ সেই মহেন্দ্র ক্ষন আমার গ্রুপের জিটুজি। আমার গ্রুপ এর সাথে জড়িত নারী উদ্যোক্তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য গেট টুগেদার আয়োজন করেছি, ধানমন্ডি ২তে যা আজ জানুয়ারির ১০ তারিখে। সেখানে তাদেরকে সম্মাননা দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, গান নাচ নারী উদ্যোক্তাদের বক্তব্য এবং পথচলার গল্প, ভবিষ্যৎ পরিকল্পনা। আমাদের ফ্লেইম কুইন্স এর প্রথম গেট টুগেদারে টাইটেল স্পন্সর ডায়মন্ড ওয়ার্ল্ড। ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে একটি ডায়মন্ড এর আকষর্ণীয় একটি আ়ংটি স্পন্সর করা হয়েছে যা কুইজ প্রতিযোগিতায় একজন বিজয়ীকে পুরস্কার হিসেবে প্রদান করা হবে।দুপুর ১২টা থেকে গেট টুগেদার পার্টি শুরু হবে। অনুষ্ঠানে আরো অনেক আয়োজন থাকবে- যেমন মেহেদী ইভেন্ট, র‌্যাম্প শো, ডান্স ইত্যাদি। আমার গ্রুপের জিটুজে অনেকেই স্পন্সর করেছে এদের মধ্যেই অনেকেই নতুন উদ্যোক্তা। জিটুজি’র কো স্পন্সর হিসেবে আছেন তারকা.নিউজ, মিডিয়া পার্টনার, আদ্রিয়ান ফিল্ম, ম্যাগাজিন পার্টনার কল্পনা মিডিয়া। মিডিয়া পার্টনার থাকবে আরজে সাইমুর পরিচালিত সাপ্তাহিক স্বদেশ কন্ঠ পত্রিকা, রেডিও স্বদেশ ও স্বদেশ.টিভি এবং স্বদেশ নিউজ২৪.কম। জিটুজিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন মডেল অভিনেত্রী কেয়া আক্তার পায়েল ও আমাদের সবার প্রিয় ও নারী উদ্যোক্তাদের কাছে পরিচিত মুখ সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব আরজে সাইমুর রহমান (চেয়ারম্যান, রেডিও স্বদেশ ও স্বদেশ টিভি, সম্পাদক- সাপ্তাহিক স্বদেশ কন্ঠ পত্রিকা)। অনুষ্ঠানে আগত নারী উদ্যোক্তা যারা এই জিটুজিতে সহযোগিতা করেছেন স্বদেশ টিভি তাদের বিশেষ সাক্ষাৎকার নেওয়া হবে। ফটোগ্রাফি পার্টনার-মি: রানা।

গ্রুপ এর ফাউন্ডার এডমিন মুনিয়া মনি আরও জানান তার সাথে কো এডমিন হিসেবে তার দুজন বান্ধবী আছেন, নুসরাত জাহান এবং ফারহানা এবং গ্রুপ এর কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছে আমায়া কাশিশ।

Leave a Reply